
মিনহাজ আলী, শিবগঞ্জ: বগুড়ার শিবগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামী মোকামতলা ইউনিয়ন শাখার অফিস উদ্বোধন করা হয়েছে।
বুধবার বিকাল ৩টায় মোকামতলা বন্দরস্থ মেহের আলী সুপার মার্কেটে এ অফিসের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
জামায়াতে ইসলামী মোকামতলা ইউনিয়ন শাখার আমীর মাওলানা শামছুল আলমের সঞ্চালনায় উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বগুড়া জেলা জামায়াতের সূরা সদস্য ও সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা শাহাদাতুজ্জামান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইন্ডিপেন্ডেন্ট জেনারেল হাসপাতাল ও ইন্ডিপেন্ডেন্ট স্কুল এন্ড কলেজ এর ব্যবস্থাপক আনিসুর রহমান।
অনুষ্ঠানে সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আ.ন.ম আলমগীর হোসেন, শিবগঞ্জ উপজেলা জামায়াতের আমীর আছার উদ্দিন, সেক্রেটারি আলাল উদ্দিন, সাবেক সেক্রেটারি মাওলানা রেজাউল করিম, মোকামতলা ইউনিয়ন জামায়াতের নায়েবে আমীর হায়দার আলী, ব্যবসায়ী মিজানুর রহমান রায়হান, মোতাসিন বিল্লাহ, শিক্ষক ফজলে এলাহী মিলন, চিকিৎসক ইকবাল হোসেনসহ মোকামতলা ইউনিয়ন জামায়াতের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।