ওসমান গনি: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট অভিযান চালিয়ে ২ টি ইটভাটাকে অর্থদণ্ড ও কাঁচা ইট ধ্বংস করেছে রাঙ্গুনিয়া উপজেলা প্রশাসন।
আজ (২২ জানুয়ারী) রাঙ্গুনিয়াার জঙ্গল সরফভাটা ও ইসলামপুর মোহাম্মদপুর এলাকায় পরিচালিত উক্ত অভিযানে নেতৃত্ব দেন রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান।
উক্ত অভিযানে নিম্মবর্ণিত ইটভাটা সমূহের বিরুদ্ধে ইট প্রস্তুত ও ভাটা নিয়ন্ত্রণ আইন, ২০১৩ (সংশোধিত-২০১৯) আইনের কতিপয় ধারা লঙ্ঘন করায় নিম্নোক্ত দন্ড প্রদান করা হয়।
১. মেসার্স বিবিএম ব্রিকস,
জঙ্গল সরফভাটা, রাঙ্গুনিয়া, চট্টগ্রাম। ইটভাটাটি ফায়ার সার্ভিসের সহয়তায় পানি দিয়ে বন্ধ করা হয় ও আনুমানিক ১ লক্ষ কাঁচা ইট নষ্ট করা হয়।
২। মেসার্স শাহ আমানত (রঃ) ব্রিক ফিল্ড, সাং- মোহাম্মদপুর, রাঙ্গুনিয়া, চট্টগ্রাম।
অর্থ দণ্ড ৫,০০,০০০/- টাকা।
অভিযানে প্রসিকিউটর ছিলেন পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম জেলা কার্যালয়ের সিনিয়র কেমিস্ট জান্নাতুল ফেরদৌস। এছাড়াও মোবাইল কোর্টে সার্বিক সহযোগীতা করেন পরিবেশ অধিদপ্তরের ডাটা এন্ট্রি অপারেটর কাজী ইফতেকার উদ্দীন এবং রাঙ্গুনিয়া উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীগণ।
অভিযানের সময় আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত ছিলেন রাঙ্গুনিয়া থানার পুলিশ ও আনসার এবং ফায়ার সার্ভিসের সদস্যবৃন্দ।