
পাভেল ইসলাম মিমুল, উত্তরবঙ্গ: রাজশাহীতে সড়ক পরিবহনে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং যাত্রী সেবা নিশ্চিত করতে বিআরটিএ রাজশাহীর উদ্যোগে দিনব্যাপী মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়েছে।
অভিযান পরিচালনা করেন রাজশাহীর নির্বাহী ম্যাজিস্ট্রেট আলপনা ইয়াসমিন। অভিযানে সহযোগিতা করেন বিআরটিএ রাজশাহী বিভাগের পরিচালক পার্কন চৌধুরী, বিআরটিএ এর মোটরযান পরিদর্শক, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ এবং পরিবহন মালিক-শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মোট মামলা ৪ টি জরিমানা ৮, ০০০ মধ্যে একটি গাড়িকে ডাম্পিং করা হয়।
বিআরটিএর পক্ষ থেকে জানানো হয়, সড়ক নিরাপত্তা, যাত্রীসেবা ও যানবাহনের বৈধতা নিশ্চিতে এ ধরনের মোবাইল কোর্ট অভিযান চলমান।
সরকারি নির্দেশনা অনুযায়ী,পুরাতন, মেয়াদ উত্তীর্ণ ফিটনেসবিহীন যানবাহন চলাচল ও শব্দদূষণ রোধে জিরো টলারেন্স নীতিতে কাজ করে যাচ্ছে বিআরটিএ।