শুক্রবার, ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ,১৪ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

রায়গঞ্জে অকেজো গণশৌচাগার; ভোগান্তি মানুষের

বিশেষ প্রতিনিধি: সেবা প্রত্যাশী শত মানুষের আনাগোনা সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা পরিষদ। বিভিন্ন এলাকা থেকে উপজেলা পরিষদের চত্বরে আসা এসব মানুষের জন্য রয়েছে একটি মাত্র গণশৌচাগার। উপজেলা পরিষদ অডিটোরিয়াম হল রুমের শৌচাগারটির নেই কোনো নিরাপদ দরজা, সেখানে যেকোনো সময় যেকোনো ব্যক্তি অনায়াসেই প্রবেশ করতে পারেন।

এমন দৃশ্য রায়গঞ্জ উপজেলা পরিষদের অডিটোরিয়াম হল রুমের ভিতর অবস্থিত গণ শৌচাগারের। সরেজমিনে গিয়ে দেখা যায়, টয়লেটের অবস্থা খুবই নাজুক। কোনটির দরজা থাকলেও সিটকানি নেই। আবার দরজা ঠিক থাকলেও ভিতরে পানির ব্যবস্থা নেই। অনেক জায়গায় দরজা ও ট্যাপ ঠিক থাকলেও বদনার খবর নেই। অন্য দিকে দরজা ও ফিটিংস ভাঙা অবস্থায় অযত্নে পড়ে রয়েছে।

এ দৃশ্য দেখে বুঝা যায়, কঠিন বিপদে না পড়লে এখানে কেউ প্রবেশ করে না। ভেতরের পরিবেশ আরো ভূতুড়ে! নোংরা ও দুর্গন্ধের কারণে সেখানে নাকে কাপড় না দিয়ে প্রবেশ করার কোনো পরিবেশ নেই। দূরদূরান্ত থেকে আসা এখানকার অফিসের সেবাপ্রত্যাশীরা প্রকৃতির ডাক সারতে পড়েন প্রচণ্ড ভোগান্তিতে।

সেবা নিতে আসা চান্দাইকোনা ইউনিয়নের শিমলা এলাকার বাসিন্দা মিরা বেগম বেগম (৩৫) বলেন, উপজেলায় একটি কাজের জন্য সকালে এসেছি। পাবলিক টয়লেটটি নোংরা হওয়ায় সেখানে যাওয়ার পরিবেশ নেই। খুবই অস্বস্তি বোধ করছি।

রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ বলেন, নির্ধারিত ফি পরিশোধ করে আমরা অডিটোরিয়াম হল রুমে একটি অনুষ্ঠানের আয়োজন করেছিলাম। সেখানে ৫ শতাধিক মানুষের উপস্থিতি ছিল। কিন্তু উপস্থিত জনতা প্রকৃতির ডাক সারতে কোন শৌচাগার না পেয়ে বিড়ম্বনায় পড়েন। উপজেলা প্রশাসন ও জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি। যেনো শৌচাগারটি দ্রুত ব্যবহার উপযোগী করে দেওয়া হয়।

উপজেলা পরিষদের বাহিরে অবস্থিত হোটেল ব্যবসায়ী কামরুল ইসলাম বলেন, এখানে প্রতিদিন সবমিলিয়ে প্রায় হাজার খানেক মানুষ আসেন। এখানকার অডিটোরিয়াম হল রুমের টয়লেটটি ব্যবহার অনুপযোগী হওয়ায় আমরা সবাই সমস্যায় পড়ি। বিশেষ করে নারীরা আরো বেশি সমস্যায় পড়েন। উপজেলা চত্বরে একটি স্বাস্থ্যসম্মত পাবলিক টয়লেট তৈরি করা অত্যন্ত জরুরি।

তবে তথ্য অনুসন্ধানে ভিন্ন চিত্রও দেখা যায়। গণশৌচাগারের বেহাল অবস্থা হলেও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের জন্য নির্ধারিত টয়লেট ঝকঝকে। ওইসব টয়লেটে সেবা গ্রহণকারীদের প্রবেশাধিকার সংরক্ষিত।

এ বিষয়ে রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হুমায়ুন কবির বলেন, জেলা পরিষদের নির্মিত এই অডিটোরিয়ামের শৌচাগারটির বিষয়ে উর্ধতন কর্তৃপক্ষকে অবগত করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *