রবিবার, ১০ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ,২৩শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

রায়গঞ্জে ফুলজোড় রক্তদান সংগঠনের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী ও কমিটি গঠন

কাজল দাস, রায়গঞ্জ: সিরাজগঞ্জের রায়গঞ্জে ফুলজোড় রক্তদান সংগঠনের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও কমিটি গঠন করা হয়েছে। সভাপতি আব্দুল্লাহ আল মামুন ও সম্পাদক এস এম হৃদয় নির্বাচিত হয়েছেন।

শনিবার বিকেল ২ টার দিকে উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের লায়লা মিজান স্কুল এন্ড কলেজ হল রুমে সংগঠনটির প্রতিষ্ঠা বার্ষিকী উৎযাপন অনুষ্ঠানে সকল সদস্যদের সম্মতি ক্রমে ১৫ সদস্য বিশিষ্ট কার্য নির্বাহী এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে মো: সাইদী হাসান সাগরের সভাপতিত্বে ও নাহিদ হাসান জাকারিয়ার এবং একরামুল হকের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দ্যা সেফটি বার্ড সংগঠনের প্রতিষ্ঠা ও সিরাজগঞ্জ জেলা সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সদস্য সচিব মামুন বিশ্বাস।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সুখ পাখি রেড লাভার্স সংগঠনের প্রতিষ্ঠা ও সিরাজগঞ্জ জেলা সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের যুগ্ম আহবায়ক শেখ রজব,
প্রচেষ্টা সবার জন্য সংগঠনের শাহবাজ খান সানি। সম্মানিত হিসাবে উপস্থিত ছিলেন, মানবিক কর্মী আব্দুল আলিম, কাজল দাস, ইঞ্জিনিয়ার সোয়ব, ইসমাইল হুসাই প্রমুখ।

এ সময় উপজেলার বিভিন্ন সংগঠনের প্রতিনিধি ও স্বেচ্ছাসেবীবৃন্দ উপস্থিতে ফুলজোড় রক্তদান সংগঠনের উপদেষ্টা ও উপদেষ্টা পরিষদের সম্মতিক্রমে আগামী ১ বছরের কার্যকরী পরিষদ ঘোষনা করা হয়।

অনুষ্ঠান শেষে স্বেচ্ছায় সর্বোচ্চ দাতা সংগ্রহকারী এবং ফেসবুক গ্রুপে টপ কন্ট্রিবিউটরকে সম্মাননা দেওয়া হয়।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *