বৃহস্পতিবার, ৩১শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ,১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

রায়পুরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ইউপি কমপ্লেক্স ও চেয়ারম্যানের বাড়ি-ঘরে হামলা, ভাংচুর লুটপাট, গুলিবিদ্ধ হয়ে গৃহবধু নিহত

খন্দকার শাহ নেওয়াজ, রায়পুরা, নরসিংদী:

নরসিংদী রায়পুরায় আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে শ্রীনগর ইউনিয়ন পরিষদ ও ইউপি চেয়ারম্যানের বাড়ী-ঘরে হামলা-ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এসময় প্রতিপক্ষের গুলিতে শান্তা ইসলাম (২৪) নামে এক গৃহবধু নিহত হয়। গুলিবিদ্ধ হয়ে আহত হয় আরো বেশ কয়েকজন। নিহত শান্তা ইসলাম একই এলাকার শাকিল খানের স্ত্রী।

শুক্রবার (০৭ ফেব্রুয়ারী) জুমার নামাজ চলাকালীন সময়ে উপজেলার শ্রীনগর ইউনিয়নের শ্রীনগর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতের স্বজনরা জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শুক্রবার দুপুরে জুম্মার নামাজ চলাকালে প্রতিপক্ষ সোহেল ও তার লোকজন অস্ত্রশস্ত্র নিয়ে ইউপি ভবন ও ইউপি চেয়ারম্যান রিয়াজ মোর্শেদ খান রাসেলের বাড়িঘরে হামলা চালায়। এসময় ৮/১০ টি বাড়ি ঘরে ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এতে বাধা দিলে ইউপি চেয়ারম্যানের চাচাত ভাইয়ের স্ত্রী শান্তা ইসলামকে গুলি করে তারা।

আশংকাজনক অবস্থায় শান্তা ইসলামকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মেডিক্যালে অফিসার ইসমাইল হোসেন রাজিব তাকে মৃত ঘোষনা করেন। ঘটনাকালে আরো ৫/৭জন গুলি বিদ্ধ হয়ে আহত হয়েছে বলে জানান স্বজনরা।

রায়পুরা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডাঃ ইসমাইল হোসেন রাজিব বলেন, দুপুর আড়াইটার দিকে মৃত অবস্থায় শান্তাকে নিয়ে আসেন তার স্বজনরা। সে গুলিবিদ্ধ হয়ে মারা গেছে। ময়না তদন্তের জন্য নরসিংদী নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছি।

শ্রীনগর ইউপি চেয়ারম্যান রিয়াজ মোর্শেদ খান রাসেল জানান, সোহেল একাধিক মামলার আসামী। এলাকায় মাদক ব্যাবসার সাথে জড়িত। এসব ঘটনার প্রতিবাদকে কেন্দ্র করে তার সাথে দ্বন্ধ চলে আসছিল। এরই জেরে সে জুমার নামাজ চলাকালে ফাকা বাড়ি পেয়ে তারা ব্যাপক ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটনায়।

এসময় তাদের গুলিতে আমার চাচাত ভাইয়ের স্ত্রী শান্তা ইসলাম মারা যায়।

এ ব্যাপারে রায়পুরা থানার অফিসার ইনচার্জ আদিল মাহমুদ নিহতের ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ মূহুর্তে সঠিকভাবে সব কিছু বলা যাচ্ছে না। তদন্ত সাপেক্ষে পরে জানানো হবে।

রিপোর্ট লিখা পর্যন্ত প্রতিপক্ষ সোহেলের সাথে যোগাযোগ করার চেষ্টা করেও সম্ভব হয়নি।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *