বৃহস্পতিবার, ২৮শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ,১৩ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

রৌমারীতে বাল্যবিবাহ প্রতিরোধে মানববন্ধন ও লিফলেট বিতরণ

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের রৌমারী উপজেলার চাক্তাবাড়ি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গসহ বাল্যবিবাহ প্রতিরোধে মানববন্ধন ও লিফলেট বিতরণ করা হয়।

বুধবার বেলা ১১ টার দিকে চাইল্ড নট ব্রাইট (সিএনবি) প্রকল্পের আওতায় রৌমারী যুবসমাজ কল্যাণ সংগঠনের আয়োজনে বাল্যবিবাহের হার কমিয়ে আনার লক্ষে মানববন্ধন ও সচেতনতা বৃদ্ধির লক্ষে লিফলেট বিতরণ করা হয়।

শিক্ষা প্রতিষ্ঠানে ক্যাম্পেইন এর মাধ্যমে মেয়ে শিশুরা স্কুলে যাবে, সুন্দর আগামীর স্বপ্ন গড়বে এই লক্ষ্যকে সামনে রেখে নরওয়েজিয়ান ব্রজকাষ্টিং সেন্টার এনআরকে টেলিথন এবং প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর আর্থিক ও কারিগরি সহযোগিতায় চাইল্ড নট ব্রাইট সিএনবি প্রকল্প আরডিআরএস বাংলাদেশ বাস্তবায়ন করছে। এরই ধারাবাহিকতায় প্রত্যন্ত অঞ্চলে বাল্যবিবাহ নিরোধ আইন- ২০১৭ সম্পর্কিত মানববন্ধন ও লিফলেট বিতরণ করার মাধ্যমে প্রচার-প্রচারণা করা হয়।

মানববন্ধনে উপস্থিত ছিলেন, চাক্তাবাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, সহকারি শিক্ষক ফরিদুল ইসলাম খান, মোহাম্মাদ আলী জিন্নাহ সিজন, শফিকুল ইসলাম, আলী আকবর, আব্দুর রহিম মোল্লাহ্, রঞ্জু, সিএনবি প্রকল্পের আরডিআরএস রৌমারীর ফিল্ড ফ্যাসিলিটেটর শাহিনুর ইসলাম, রৌমারী ফেডারেশনের সভাপতি রোকেয়া বেগম, উপজেলা যুব প্লাটফর্মের সভাপতি মোস্তাফিজুর রহমান বিপ্লব, রৌমারী যুবসমাজ কল্যাণ সংগঠনের সভাপতি মহিউদ্দিন মুকুল ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ এলাকাবাসী উপস্থিত ছিলেন।

এই মানববন্ধনে বাল্যবিবাহের কুফল ও প্রতিরোধের উপায় সম্পর্কে গুরুত্বপূর্ণ বক্ত্যব রাখেন অনেকে। আয়োজকরা মনে করেন, এ ধরনের উদ্যোগ বাল্যবিবাহ প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখবে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ সমাজ গড়তে সহায়ক হবে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *