শুক্রবার, ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ,১৪ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

রৌমারীতে যুবদলের পক্ষ থেকে গরিবদের মাঝে শীতবস্ত্র বিতরণ

 লিটন সরকার, রৌমারী (কুড়িগ্রাম): কুড়িগ্রাম জেলার রৌমারী  উপজেলার শীতের তীব্রতা বাড়তে শুরু করেছে, আর এই শীতের হাত থেকে মানুষের জীবন রক্ষা করতে রৌমারী উপজেলার সদর ইউনিয়নের ৫ নং ওয়ার্ড যুবদলের পক্ষ থেকে দুস্থ ও অসহায় মানুষদের মাঝে শনিবার সকাল ১১ টার দিকে চর ফুলবাড়ী  সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে রৌমারী ইউনিয়নের বিভিন্ন গ্রামের দরিদ্র এবং অস্বচ্ছল পরিবারের মাঝে ২০০ টি শীতবস্ত্র  (কম্বল) বিতরণ করা হয়।
বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন রৌমারী উপজেলা যুবদলের আহ্বায়ক ।এ সময় উপস্থিত ছিলেন মেহেদী হাসান বাবু যুগ্ন আহবায়ক রৌমারী উপজেলা যুবদল, মিজানুর রহমান মিজান আহবায়ক ৪ নং সদর ইউনিয়ন যুবদল, জুবাইদুল ইসলাম আহবায়ক সদস্য রৌমারী উপজেলা যুবদল ৪ নং সদর ইউনিয়ন যুবদলের হোসেন আলী, হাফিজুর রহমান মিলন, হযরত আলী প্রমুখ।
মনজুরুল ইসলাম মঞ্জু বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় অসহায় মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ এই শীতকালীন সময়ে গরিব মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। আমরা আশা করি এই ছোট্ট সহায়তা তাদের শীত নিবারণে কিছুটা হলেও উপকারে আসবে। ভবিষ্যতে উপজেলার ৬টি ইউনিয়নের সবগুলোতে এমন মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে। এ ধরনের উদ্যোগ সমাজে একতা এবং মানবিক মূল্যবোধকে সুসংহত করবে।
Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, , বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *