শুক্রবার, ২৬শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ,৯ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

লক্ষ্মীপুরে বিএনপি’র গুম-খুন হওয়া নেতা-কর্মীদের স্মরণে শোক সভা

মো. ইব্রাহিম খলিল মঞ্জু, চন্দ্রগঞ্জ: লক্ষ্মীপুরে প্রতিটা গুম, খুন ও মৃত্যুর সঙ্গে বিগত সরকার প্রধান হাসিনার ম্যাকানিজম ছিল বলে মন্তব্য করেছেন বিএনপি’র যুগ্ন মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী।

বুধবার (২২ জানুয়ারি) বিকাল ৩টায় লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়ন বিএনপি’র আয়োজনে প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে গুম-খুন হওয়া নেতা-কর্মীদের স্মরণে শোক সভা এসব মন্তব্য করেন তিনি।

গুম ও খুন হওয়া প্রতিটি পরিবারের প্রতি আহবান করে এ্যানী বলেন, প্রতিটি গুম খুনের জন্য মামলা করতে হবে, এদের আইনের আওতায় আনতে হবে। গুম খুনের প্রতিটি মামলায় হুকুমের আসামী থাকবে হাসিনা। শেখ হাসিনা ও তাহের পরিবারের নির্দেশেই তারা লক্ষ্মীপুরে এই সন্ত্রাস করেছে, গুম করে এই খুন করেছে। কোন স্বাভাবিক মৃত্যু লক্ষ্মীপুরে ছিল না। প্রতিটি মৃত্যুর সঙ্গে শেখ হাসিনার ম্যাকানিজম ছিল, হাসিনার পরিকল্পনা ছিল। এই চন্দ্রগঞ্জে, এই অঞ্চলে যারা সন্ত্রাস করেছে, যাদের অত্যাচার করেছে, নির্যাতন করেছে। এতে যাদের সম্পৃক্ততা ছিল প্রত্যেকের নাম মামলায় দিতে হবে।”

চন্দ্রগঞ্জ ইউনিয়ন বিএনপি’র আহবায়ক আলী করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর জেলা বিএনপির আহবায়ক ও বিএনপি’র যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী।

চন্দ্রগঞ্জ থানা বিএনপি’র চন্দ্রগঞ্জ থানা বিএনপির সদস্য সচিব আনোয়ার হোসেন বাচ্চু ও যুগ্ম আহবায়ক আবুল কালাম আজাদ মুন্সির সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চন্দ্রগঞ্জ থানা বিএনপির আহবায়ক এম. বেল্লাল হোসেন, থানা বিএনপি’র যুগ্ন আহবায়ক ইউসুফ ভূইয়া, এড. সোহেল মাহমুদ, জেলা যুবদলের সদস্য এনায়েত উল্যা, স্থানীয় ডা. সহিদ উল্যা স্বপনসহ গুম খুন হওয়া নেতাকর্মীর পরিবারবর্গ, স্থানীয় ও পার্শ্ববর্তী ইউনিয়নের কয়েক হাজার নেতাকর্মীবৃন্দ।
অনুষ্ঠানে প্রয়াত নেতাদের পরিবারের সদস্যরা অতীতের স্মৃতি স্মরণ করে আবেগাপ্লুত বক্তব্য প্রধান করেন। সবাই প্রতিটি গুম খুনের বিচার কামনা করেন। পরবর্তীতে এ্যানী গুম খুন হওয়া নেতা কর্মীদের নাম পড়ে শুনান এবং তাদের অতীতের বিভিন্ন কর্মকান্ড সম্পর্কে উপস্থিত সবাইকে অবহিত করেন।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *