
লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুর সদর উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি (ইউসিসিএ) লিমিটেডের ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে সভাপতি পদে ২২৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মামুনুর রশিদ মামুন (চেয়ার)। তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী রফিক আহমেদ (আনারস) পেয়েছেন ৩২ ভোট।
এছাড়া সমিতির ৪নম্বর ব্লকের সদস্য পদে ২৮ ভোট পেয়ে আবদুস শহীদ (মাছ) নির্বাচিত হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী একেএম আজাদ হক ১৯ ভোট পেয়েছেন।
সোমবার (২৬ ডিসেম্বর) বিকেল ৫ টার দিকে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও সদর উপজেলা সমবায় কর্মকর্তা দেবেশ কুমার সিংহ এ ফলাফল ঘোষণা করেন।
জেলা শ্রমিক লীগের সাবেক আহবায়ক মামুনুর রশিদ সদর উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের ব্যবস্থাপনা কমিটির সহ-সভাপতি ছিলেন ও সাহপুর কৃষি সমবায় সমিতির সভাপতির দায়িত্ব পালন করে আসছেন।
রিটার্নিং কর্মকর্তা দেবেশ কুমার সিংহ বলেন, ২৮২ জন ভোটারের মধ্যে ২৫৭ জন ভোটাধিকার প্রয়োগ করেছেন। এতে ২২৫ ভোট পেয়ে মামুনুর রশিদ সভাপতি নির্বাচিত হয়েছেন। এছাড়া সহ-সভাপতি পদে ইবনে জিসাদ আল নাহিয়ান, সদস্য পদে কামাল উদ্দিন ভূঁইয়া, শফিকুল ইসলাম শরীফ, মাহবুবুর রহমান, রফিক উল্যা ও শাহনাজ আক্তার বিনাপ্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন।
প্রসঙ্গত, অবৈধভাবে ভূয়া ভোটার তালিকা প্রণয়নের অভিযোগ এনে রোববার (২৫ ডিসেম্বর) সংবাদ সম্মেলনে ভোট বর্জনের ঘোষণা দেন চেয়ারম্যান প্রার্থী রফিক আহমেদ। তবে ভোট বর্জনের বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরে তিনি আনুষ্ঠানিকভাবে কোন চিঠি দেননি।