রবিবার, ১০ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ,২৩শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

শিবগঞ্জে ৫০৫ বোতল ফেন্সিডিলসহ ২ জন গ্রেপ্তার

Oplus_131072
মিনহাজ আলী, শিবগঞ্জ (বগুড়া): বগুড়া শিবগঞ্জে সবজিবাহী পিকআপ ভ্যান থেকে ৫০৫ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার বিকাল পৌণে ৫ টার দিকে উপজেলার মোকামতলা কাশিপুর এলাকার বগুড়া-রংপুর মহাসড়কে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মাদক কারবারিরা হলো, নীলফামারী সদর উপজেলার হাজীগঞ্জ এলাকার শুকুর আলীর ছেলে বাবু মিয়া (২৮) ও ঢাকা জেলার সাভার উপজেলার কুরগাঁও এলাকার দেলোয়ার হোসেনের ছেলে আহাদ হোসেন মাহিম (২১)।
মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর সারওয়ার পারভেজ জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুর থেকে কাশিপুর এলাকায় বগুড়া-রংপুর মহাসড়কে চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহন তল্লাশি চালানো হয়। এসময় সবজিবাহী একটি পিকআপ ভ্যান থামিয়ে তল্লাশি চালানো হলে ওই পিকআপ ভ্যানে বিশেষ কায়দায় রাখা ৫০৫ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। এঘটনায় মাদক কারবারির কাজে ব্যবহৃত পিকআপ ভ্যানটি জব্দ করা হয়। তিনি আরো জানান, এবিষয়ে শিবগঞ্জ থানায় মাদক মামলা দায়ের করে আসামিদের আদালতে পাঠানো হবে।
Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *