
মিনহাজ আলী, শিবগঞ্জ (বগুড়া): বগুড়ার শিবগঞ্জে পানিতে ডুবে ৭ মাসের শিশুর রহস্যজনক মৃত্য হয়েছে। বুধবার সকাল সাড়ে ৭টায় উপজেলার দেউলী ইউনিয়নের মধুপুর গ্রামে এঘটনা ঘটে। তবে পরিবারের দাবি তাহসিনকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
নিহত শিশুর নাম তাহসিন। সে মধুপুর গ্রামের বাসিন্দা সৌরভ ইসলামের ছেলে।
নিহত শিশুর জ্যাঠা রুবেল মিয়া বলেন, আমার মেয়ে রুহা মনি ভাতিজা তাহসিনকে নিয়ে আমার অটোভ্যানের মধ্যে খেলাধুলা করছিলো। এসময় পাশের বাড়ির সাইদুলের মেয়ে কুলছুম এসে আমার ভাতিজাকে নিতে চায়। তখন আমি আমার মেয়েকে বললাম ওর কাছে যেন বাচ্চা দিও না। তারপরেও সে আমার ভাতিজাকে নিয়ে যায়। পরে আমি কাজ থেকে এসে শুনি যে বাড়ির পার্শ্ববর্তী একটি পুকুর থেকে ভাতিজার লাশ উদ্ধার করা হয়েছে। তাহসিনকে কুলছুম হত্যা করেছে বলে দাবি করেন রুবেল মিয়া।
মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সারওয়ার পারভেজ জানান, বাচ্চার মৃত্যুর সংবাদ পেয়ে বগুড়া সহকারী পুলিশ সুপার রবিউল ইসলাম সহ আমার একটি টিম নিয়ে এখানে আসি। বাচ্চার মৃত্যুর কারণ সম্পর্কে একেকজন একেক ধরনের মতবাদ দিচ্ছেন। আমরা বুঝতে পারছি যে মৃত্যুর কারণ নিয়ে সন্দেহ আছে। এই সন্দেহ নিশ্চিত করতে মরদেহটি ময়না তদন্তের ব্যবস্থা করেছি। পরিবারের অভিযোগের প্রেক্ষিতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুজ্জামান জানান, এবিষয়ে এখনো মামলা হয়নি। জিজ্ঞাসাবাদের জন্য অভিযুক্ত কিশোরী কুলছুম ও তার মাকে থানায় নেয়া হয়েছে।