মঙ্গলবার, ১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ,১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

শেরপুরে মাদকের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত

এ এম আব্দুল ওয়াদুদ, শেরপুর: শেরপুরে মাদকের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে “জীবনকে ভালোবাসুন, মাদক থেকে দূরে থাকুন” স্লোগানকে সামনে রেখে এক মানববন্ধন ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার  (২১ জানুয়ারি) বেলা ১২টায় শহরের বটতলা মোড়ে বটতলা সামাজিক উন্নয়ন পরিষদের উদ্যোগে এ কর্মসূচি আয়োজন করা হয়।

মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি এ.বি.এম শফিকুল ইসলাম শান্ত এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বাবু।

পথসভায় বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি আলহাজ মুস্তাফিজুর রহমান মিন্টু, ফাহিম মোরশেদ বাধন, সাংগঠনিক সম্পাদক রাকিবুল হাসান লিখন, দপ্তর সম্পাদক আল-আমিন মোল্লাসহ অন্যান্য নেতৃবৃন্দ।

মানববন্ধনে শেরপুর ভিক্টোরিয়া একাডেমি, যিদনি সডেল স্কুল এবং কৃষি প্রশিক্ষণ একাডেমির ছাত্ররা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। পাশাপাশি স্থানীয় ব্যবসায়ীরাও তাদের সমর্থন জানান।

বক্তারা মাদকসেবী ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান। তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করে তাদের মাদক থেকে দূরে থাকার পরামর্শ দেন। এছাড়া সমাজের প্রতিটি স্তরে মাদকবিরোধী প্রচারণা চালানোর গুরুত্বের ওপর জোর দেন।

পথসভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ জনগণের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। অনুষ্ঠানের শেষে মাদকবিরোধী বার্তা প্রচারে লিফলেট বিতরণ করা হয়।

বটতলা সামাজিক উন্নয়ন পরিষদ নিয়মিত মাদকবিরোধী কার্যক্রম পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও এ ধরণের কার্যক্রম অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে সংগঠনটি।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ