শনিবার, ৯ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ,২২শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

শেরপুরে সুমন হত্যা মামলার বিচারের দাবিতে মানববন্ধন

এ এম আব্দুল ওয়াদুদ, শেরপুর: শেরপুরে চাঞ্চল্যকর কলেজছাত্র সুমন হত্যা মামলার সুষ্ঠু বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। মঙ্গলবার দুপুরে জেলা আদালতের সামনে প্রায় আধা ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য রাখেন নিহত সুমনের বাবা নজরুল ইসলাম, মা কল্পনা বেগম, জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক মামুনুর রহমান, সদস্য সচিব শাহনুর রহমান সাইম, মুখপাত্র ফারহান ফুয়াদ তুহিন, জামায়াত নেতা মোহাম্মদ আলীসহ অনেকেই।
বক্তারা বলেন, গেল বছরের ১১নভেম্বর রাতে শহরের সজবরখিলা এলাকার ফুরকান আলীর বাড়ির সবজির মাচার নিচে মাটিতে পুতে রাখা অবস্থায় সুমনের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় প্রধান আসামীসহ তিনজন আটক করে পুলিশ। মূলত ত্রিভূজ প্রেমের জেরে পরিকল্পিতভাবে সুমনকে হত্যা করে মাটিতে পুতে রাখে তার বন্ধু রবিন, প্রেমিকা আন্নীসহ অন্যরা।
পরে পুলিশ রবিন ও আন্নীকে গ্রেপ্তার করলেও এখনো ধরাছোঁয়ার বাইরে রবিনের বাবা-মা ও আন্নীর মা। তাই দ্রুত সময়ের মধ্যে দোষীদের আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান তারা। মানববন্ধন শেষে সুমন হত্যায় দোষীদের দ্রুত সময়ে গ্রেপ্তার ও সুষ্ঠু বিচারের দাবিতে জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর একটি স্মারকলিপি দেয়া হয়।
Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ