শনিবার, ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ,১৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

শেরপুর শহরের ৫টি পয়েন্টে বিক্রি হচ্ছে ভ্রাম্যমাণ ট্রাকে টিসিবির পণ্য

এ এম আব্দুল ওয়াদুদ, শেরপুর: নিম্ন আয়ের মানুষের জন্য সুবিধা নিশ্চিত করতে সারা দেশের ন্যায় শেরপুরেও শুরু হয়েছে ভ্রাম্যমাণ ট্রাকে টিসিবির পণ্য বিক্রি।
শেরপুর শহরের ৫টি পয়েন্টে ভ্রাম্যমাণ ট্রাকে টিসিবির পণ্য বিক্রয় করা হচ্ছে বলে জানিয়েছে জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।
জেলা প্রশাসক জানায়, পবিত্র রমজান উপলক্ষে ৫ মার্চ বেলা এগারোটা হতে শেরপুর শহরের ৫ টি পয়েন্টে ভ্রাম্যমাণ ট্রাকে টিসিবির পণ্য বিক্রয় হচ্ছে। প্রতি ট্রাকে ৪শ জনের পণ্য থাকবে। প্রতিটি প্যাকেজে থাকবে চিনি ১ কেজি, ছোলা ১ কেজি, মসুর ডাল ২ কেজি এবং সয়াবিন তেল ২ লিটার এবং প্রতি প্যাকেজের মূল্য ৪৫০ টাকা।
নির্বাচিত স্থানগুলো হলো শহরের অষ্টমীতলা স্টেশন মোড়, শেরপুর পৌরসভার সামনে, জেলখানার মোড়, গৌরিপুর জামুর দোকান মোড়, ঢাকলহাটি মসজিদের সামনে।
জেলা প্রশাসক আরও জানায়, এ কার্যক্রম শুক্রবার ও সরকারি ছুটির দিন ব্যতীত চলমান থাকবে। জেলা সদরের এই ট্রাকসেল কার্যক্রমের আওতায় যেকোনো ব্যক্তি পণ্য ক্রয় করতে পারবেন। এবং এ কার্যক্রমের পাশাপাশি উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে টিসিবি কার্ডধারীদের নিকট পণ্য বিক্রয় কার্যক্রম অব্যাহত থাকবে।
Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *