
রুহুল আমিন, স্টাফ রিপোর্টার: গাজীপুর জেলার শ্রীপুর উপজেলায় বহেরারচালা এলাকায় নিট হরাইজন নামের একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা বুধবার সকাল ৯ টায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। বিক্ষোভের কারণে মহাসড়কের দুইপাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন শত শত যাত্রী।
পোশাক কারখানার শ্রমিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদ, বিনা নোটিশে কারখানা বন্ধ ও বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ করে শ্রমিকরা। তারপর আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যস্ততায় দুপুর ১২টার দিকে মহসাড়ক ছাড়েন তারা।
পোশাক কারখানার শ্রমিকরা আর ও জানান, মঙ্গলবার ৩০ শ্রমিককে ছাঁটাই করা হয়। এর প্রতিবাদে শ্রমিকেরা কর্মবিরতি পালন করেন। পরে কারখানা কর্তৃপক্ষ তাদের পুনরায় কাজে ফিরিয়ে নেওয়ার প্রতিশ্রুতি দিলে শ্রমিকেরা বাসায় ফিরে যান। বুধবার সকালে শ্রমিকরা কর্মস্থলে এসে দেখেন কারখানার মূল ফটকে তালা ঝুলছে।
নিট হরাইজন পোশাক কারখানার মানবসম্পদ বিভাগের কর্মকর্তা মো. জসীম উদ্দিন বলেন, বাংলাদেশের শ্রম আইন ২০০৬ – এর ধারা ১৩(১) অনুযায়ী কারখানাটি অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে, দ্রুত সময়ের মধ্যে শ্রমিকদের সকল পাওনা পরিশোধ করা হবে।
শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল জানান, খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শ্রমিকদের সঙ্গে কথা বলার পরে তারা অবরোধ তুলে নেন। এখন মহাসড়কে যান চলাচল স্বাভাবিক।