মো. মাইনউদ্দীন, সন্দ্বীপ: চট্টগ্রামের সন্দ্বীপে অবৈধভাবে জমি থেকে মাটি কাটার অপরাধে একজনকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার দুপুরে উপজেলার ১৯ নং আমানউল্লাহ ইউনিয়নের বেড়িবাঁধ পাশের জমিতে অবৈধ ভাবে মাটি কাটার দায়ে রুবেল প্রকাশ ননাইকে এ জরিমানা করেন সন্দ্বীপ উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অং ছিং মারমা। এ সময় নৌ বাহিনীর সন্দ্বীপ কন্টিনজেন্ট কমান্ডারের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
রুবেল আমানউল্লাহ ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের সোহরাবের পুত্র। একই সাথে তাকে ১ লক্ষ টাকা অর্থদণ্ড, অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। সাথে জব্দ করা হয় মাটি কাটায় ব্যবহৃত ভেকু এবং মাটিভর্তি একটি ট্রলি জব্দ করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অং ছিং মারমা জানান, আমানউল্লাহ বেড়িবাঁধ পাশের জমিতে মাটি কাটা হচ্ছে জেনে আমরা সরেজমিনে গিয়ে অভিযুক্তকে আটক করা হয়। সাথে জব্দ করা হয় মাটি কাটায় ব্যবহৃত ভেকু এবং মাটিভর্তি একটি ট্রলি। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।