
মো. মাইনউদ্দীন, সন্দ্বীপ: জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সন্দ্বীপে ফ্রি মেডিকেল ক্যাম্প করেছে সংগঠনটি। কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী রোববার সকালে সন্দ্বীপ উপজেলা বিএনপি কার্যালয় এ ক্যাম্প অনুষ্ঠিত হয়।
ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেন সন্দ্বীপ উপজেলা বিএনপির সদস্য সচিব আলমগীর হোসেন ঠাকুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সন্দ্বীপ পৌরসভা বিএনপির সদস্য সচিব আবুল বশার (সাবেক কমিশনার), হাসানুজ্জামান মামুন চেয়ারম্যান।
জাতীয়তাবাদী যুবদলের সন্দ্বীপ উপজেলা কমিটির আহ্বায়ক প্রভাষক নিঝুম খানের সভাপতিত্বে সকাল ১০টায় শুরু হওয়া উক্ত ফ্রি মেডিক্যাল ক্যাম্পে রোগী দেখেন ডা. ফজলুল করিম, ডা. রফিকুল ইসলাম হাওলাদার ও ডা.শংকর পাল।
অনন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সন্দ্বীপ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক হাসান শাহরিয়ার আলম সজিব, পৌরসভা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক নুরুল আফছার, সদস্য সচিব মনিরুল ইসলাম মাহী, যুবদল নেতা মিজানুর রহমান প্রমুখ।