
কাজী আল আমিন, বিজয়নগর: ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলায় হেফাজত ইসলামের কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টায় ইছাপুরা ইউনিয়নের খাদুরাইল নুরুল কুরআন মাদ্রাসায় এ অধিবিশন অনুষ্ঠিত হয়।
মুফতি এনামুল হক বাশারী (সুমন) ও মুফতি রহমতুল্লাহ কাসেমীর যৌথ সঞ্চালনায় সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা হেফাজত ইসলামের সিনিয়র সহসভাপতি মাওলানা বোরহান উদ্দিন কাসেমী, প্রধান অতিথি ছিলেন ব্রহ্মণবাড়িয়া জেলা হেফাজত কমিটির সাধারণ সম্পাদক মাওলানা আলী আজম কাসেমী।
এতে স্বাগত বক্তব্য রাখেন মাওলানা জহিরুল ইসলাম, মাওলানা জাকারিয়া খান, মাওলানা জুনায়েদ, মাওলানা তাজুল ইসলাম, মাওলানা সলিমুল্লা খাদেম, মাওলানা শফিকুল ইসলাম, মাওলানা মোবাশ্বির হোসাইন ও হাফেজ সারুয়ার হোসাইন।
এসময় প্রধান অতিথির বক্তব্যে বলেন, বিগত দিনে হেফাজত ইসলাম বাংলাদেশের নেতাকর্মীদেরকে যেভাবে নির্যাতন নিপীড়ন করেছে। এসময় হেফাজত ইসলাম বাংলাদেশ উপস্থিত নেতাকর্মীদের সম্মতিক্রমে কমিটির সভাপতি শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আফজাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মুফতি এনামুল হক বাশারী সুমন সহ ১৬১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করে শেষে দেশ ও জাতির কল্যান কামনায় মোনাজাত করা হয়।