শুক্রবার, ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ,১৪ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

সরকার নারীর প্রয়োজনীয় নিরাপত্তা দিতে পারছে না: সারজিস

যায়যায় কাল প্রতিবেদক: নারীদের প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ব্যর্থ হচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক সারজিস আলম। জনপরিসরে নারীর নিরাপত্তা ও সাইবার সুরক্ষার দাবিতে শাহবাগে এনসিপির বিক্ষোভ সমাবেশে তিনি এই মন্তব্য করেন।

সারজিস বলেন, ‘একজন নারীকে যতটুকু নিরাপত্তা দেওয়ার প্রয়োজন ছিল, এই সরকার সেটা নিশ্চিত করতে পারছে না। আজকের পর থেকে সুস্পষ্ট অবস্থান দেখতে চায়, সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে ব্যর্থ দেখতে চায় না মানুষ। নারীদের নিরাপত্তা নিশ্চিতে সব ধরনের ব্যবস্থা সরকার নেবে বলেই আশা করা যায়।’

একই সঙ্গে প্রত্যেককে নিজেদের অবস্থান থেকে ‘মা ও বোনদের’ পাশে থাকার আহ্বানও জানান সারজিস। তিনি বলেন, ‘একজন নারীর যতটুকু নিরাপদ অনুভব করার কথা, তা এই মুহূর্তে করছেনা। শকুনদের হাত থেকে বোনদের রক্ষা করা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।’

এনসিপির এ নেতা আরও বলেন, ‘রাষ্ট্র আর ধর্ম আলাদা। রাষ্ট্রকে সব ধর্মকে ধারণ করতে হয়। রাষ্ট্রকে নিজের ঘর মনে করলে হবেনা। যেসব নারী জাতীয় নাগরিক পার্টিতে যোগ দিচ্ছে, স্পেসিফিক টার্গেট করে তাদের নিয়ে মিথ্যা প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে। কেউ যাতে কারও ব্যক্তিগত বিশ্বাস অন্যের ওপর চাপিয়ে না দেয়, সেজন্য আইন শৃঙ্খলা বাহিনীকে সক্রিয় হতে হবে।’

সারজিস বলেন, ‘মব কালচার ব্যবহার করে বোনদের হেনস্তা করলে আইন শৃঙ্খলা পরিস্থিতি ব্যর্থ হিসেবে প্রমাণিত হবে। আজকের পর থেকে কথা নয়, কাজ দেখতে চাই।

এ সময় নবগঠিত দলটির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলেন, ‘দেশে নারীদের সাথে যা হচ্ছে তা নারী দিবসের বিরোধী। নাগরিক হিসেবে নারীরা যে সম্মান পাওয়ার কথা তা ৫৩ বছরেও পায়নি। নতুন করে আইন ঢেলে সাজাতে হবে। যাতে নারীরা সার্বক্ষণিক নিরাপদ বোধ করতে পারে।’

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *