বৃহস্পতিবার, ২৮শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ,১৩ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

সরাইলের ভাগ্য পরিবর্তনে নৌকা প্রতীক এখন সময়ের দাবি: ডাঃ আশীষ কুমার চক্রবর্তী। 

স্টাফ রির্পোটার,ব্রাহ্মণবাড়িয়া :

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কৃতি সন্তান বাংলাদেশ আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা উপ-কমিটির সদস্য, ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকার ব্যবস্থাপনা পরিচালক ও সরাইল সমিতি, ঢাকার যুগ্ম সাধারণ সম্পাদক-১ ডা. আশীষ কুমার চক্রবর্তী সরাইলের সকল গণমাধ্যম কর্মীদেরকে নিয়ে মতবিনিময় সভা করেন। 

আজ রবিবার (১৩ আগস্ট) দুপুরে উপজেলা সদরের উচালিয়াপাড়া গ্রামে নিজ বাড়িতে এ মতবিনিময় সভা আয়োজন করেন। উক্ত মত বিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি শফিকুর রহমান শফিক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সরাইল রিপোটার্স ইউনিটির সম্পাদক তাসলিম উদ্দিন, তিতাস বার্তার নির্বাহী সম্পাদক সঞ্জীব কুমার ভট্টাচার্য ও সাপ্তাহিক পরগণা পত্রিকার সম্পাদক এস,কে, ইউসুফ। সাংবাদিক নারায়ণ চক্রবর্তী’র সঞ্চালনায় স্বাগত বক্তব্য প্রদান করেন ডা. আশীষ কুমার চক্রবর্তী। তিনি তার বক্তব্যে ১৫আগস্ট কালরাত্রিতে শাহাদতবরণকারী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবসহ পরিবারের সবার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন।

এবং তিনি বলেন উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা বিনির্মাণে, ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়তে—দেশরত্ন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল ও আশুগঞ্জ) আসনে অবহেলিত সরাইলের ভাগ্য পরিবর্তনে নৌকা প্রতীক এখন সময়ের দাবি বলে তিনি মনে করেন। ভবিষ্যতে তিনি যদি এই অঞ্চলে কাজ করার সুযোগ পান, তাহলে স্থানীয় গণমাধ্যম কর্মী ও জনপ্রতিনিধিদের সাথে নিয়েই অবহেলিত অঞ্চলের অসমাপ্ত কাজের উন্নয়নে নিয়োজিত রাখবেন বলে তিনি আশ্বাস দেন। এসময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে বলেন, অন্যন্য উপজেলার সাথে তুলনা করলে দেখা যাবে, সরাইল  উপজেলা তুলনামূলকভাবে অনেকটা পিছিয়ে আছে। আমার সপ্ন হলো সরাইল উপজেলাকে একটা রুল মডেল হিসেবে জাতির কাছে উপহার দেয়া।

উল্লেখ্য ডা, আশীষ কুমার চক্রবর্তী সরাইল উপজেলায় দীর্ঘদিন ধরে, সরাইলে শিক্ষা ও স্বাস্থ্য উভয়ক্ষেত্রে উন্নয়নের কাজে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছেন। তিনি তার বাবার নামে সরাইল ও আশুগঞ্জ উপজেলায় দীর্ঘদিন ধরে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের জন্য  আশুতোষ শিক্ষা বৃত্তি প্রদান করে আসছেন। তিনি তাঁর নির্বাচনী এলাকায়  জনসংযোগের পাশাপাশি ১৫ আগষ্ট সরাইলে সর্বসাধারণের   জন্য ফ্রি স্পেশালাইজড মেডিকেল ক্যাম্প এবং সরাইলের অসহায় ও দুঃস্থ জনগোষ্ঠীর মাঝে বস্ত্র বিতরণের উদ্যোগ নিয়েছেন।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *