শুক্রবার, ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ,১৪ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

সরাইলে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

পারভেজ আলম আদেল, স্টাফ রিপোর্টার: ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা বৃহস্পতিবার বেলা ১১ টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

সভায় আসন্ন পবিত্র রমজান উপলক্ষে জনজীবনের নিরাপত্তা ও পরিবহন সেক্টরে শৃঙ্খলা, সড়ক ও মহাসড়কে যানজট নিরসন সহ ছিনতাই, ডাকাতি প্রতিরোধ, মাদক নির্মূল, গ্রাম আদালত ব্যবস্থাপনা, রমজানে বাজারের নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা সহ নানা বিষয় নিয়ে উপজেলার নানান গুরুত্বপূর্ণ বিষয়ের উপর আলোচনা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মো: মোশারফ হোসাইনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ( আরএমও) ডা. মো: কামরুল হাসান, সরাইল থানার ওসি (তদন্ত) মো: আসাদ, সরাইল সরকারি কলেজের অধ্যক্ষ মৃধা আহমেদুল কামাল, সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক মো: আনোয়ার হোসেন (মাস্টার), উপজেলা জামায়তের সেক্রেটারি এনাম খাঁ, সুকের পরিচালক মো: মুমিন মিয়া, সরাইল উপজেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো: আনোয়ার হোসেন।

সরাইল সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল জব্বার, নোয়াগাঁও ইউপি চেয়ারম্যান মো: মনসুর আহমেদ, পাকশিমুল ইউপি চেয়ারম্যান কাউসার মিয়া, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো: পারভেজ আহমেদ, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো: নুর আলী, সরাইল উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা শাহরীন সুলতানা, সরাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক মোহাম্মদ তফসির আহমেদ, সরাইল উপজেলা প্রেসক্লাবের কার্যকরী সদস্য এস.এম পারভেজ আলম আদেল, সরাইল রিপোর্টার্স ইউনিটি সভাপতি মো. নুরুল হুদা, রিপোর্টার্স ইউনিটি সাধারণ সম্পাদক মো: তাসলিম উদ্দিন, ছাত্র প্রতিনিধি মো: আলামিন, রিয়াদুল ইসলামসহ উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় সকলের আলোচনা সাপেক্ষে সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মো: মোশারফ হোসাইন সার্বিক বিষয়ে ব্যবস্থা গ্রহণ করার নিমিত্তে সকলের সহযোগিতা কামনা করে সভার সমাপ্তি ঘোষণা করেন।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *