বুধবার, ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ,১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সরাইলে উপজেলা বিএনপির নতুন কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ

oplus_2
সরাইল থেকে, স্টাফ রিপোর্টার: ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় বিএনপির নতুন কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন দলটির নেতাকর্মীরা।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় ৭টার দিকে উপজেলার বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মাস্টারের নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল হয়।
মিছিলটি সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে এক সংক্ষিপ্ত সমাবেশ করেন বিএনপির নেতাকর্মীরা।
এ সময় নবগঠিত কমিটিকে বিতর্কিত আখ্যা দিয়ে অবিলম্বে কমিটি বাতিল করে নতুন কমিটি ঘোষণার দাবি জানিয়ে বিভিন্ন স্লোগান দেন তারা। একই সাথে আগামী ১৫ জানুয়ারি সকাল ১১টায় আবারও কর্মসূচি ঘোষণা করে সমাবেশ থেকে। কমিটি নিয়ে সরাইল উপজেলা সদরের সাধারণত জনগণের মধ্যে দেখা দিয়েছে আতংক এবং স্থানীয় কয়েকজন জানান এমন পরিস্থিতি চলতে থাকলে আশংকা করা যায় যে কোন সময় ঘটতে পারে অপ্রীতকর ঘটনা।
সমাবেশে বক্তব্য রাখেন সরাইল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মাস্টার, উপজেলা যুবদলের সাবেক সভাপতি ও বিএনপির নতুন কমিটির যুগ্ম সম্পাদক নাজমুল আলম খন্দকার মুন্না, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল জব্বার প্রমুখ।
Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ