
গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধা জেলা প্রেসক্লাবের সভাপতি ও ‘আমার সংবাদ’ পত্রিকার জেলা প্রতিনিধি শেখ হাবিবুর রহমান সাংবাদিকতার পাশাপাশি ভিডিও কন্টেন্ট নির্মাণের মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন। ইতোমধ্যেই তাঁর সৃজনশীল ও তথ্যবহুল কন্টেন্ট নেটিজেনদের মনে বিশেষ স্থান করে নিয়েছে।
সাংবাদিকতার দীর্ঘ অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে শেখ হাবিবুর রহমান সমাজের নানা বিষয় তুলে ধরছেন ভিডিও কন্টেন্টের মাধ্যমে। তাঁর তৈরি ভিডিওগুলোতে স্থান পায় স্থানীয় সংবাদ, মানবিক গল্প, সামাজিক সমস্যা ও সমাধানের দিকনির্দেশনা। ফলে শুধু গাইবান্ধার মানুষই নয়, সারা দেশেই তিনি দর্শকদের কাছ থেকে ব্যাপক সাড়া পাচ্ছেন।
তাঁর নির্মিত কন্টেন্টগুলো যেমন তথ্যবহুল, তেমনি উপস্থাপনার দক্ষতাও দর্শকদের মন কাড়ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁর ভিডিওগুলো ব্যাপক আলোচনার জন্ম দিচ্ছে এবং নানান শ্রেণি-পেশার মানুষ তা উপভোগ করছে।
শেখ হাবিবুর রহমান বলেন, “সাংবাদিকতার পাশাপাশি ভিডিও কন্টেন্ট নির্মাণের মাধ্যমে সমাজের নানা সমস্যা ও সম্ভাবনার কথা আরও বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। মানুষের সাড়া পেয়ে আমি অনুপ্রাণিত।”
নতুন ধরনের কন্টেন্ট এবং তথ্যনির্ভর প্রতিবেদন তৈরি করে শেখ হাবিবুর রহমান গাইবান্ধা তথা বাংলাদেশের মিডিয়া অঙ্গনে নতুন মাত্রা যোগ করেছেন। তাঁর এই প্রচেষ্টা অব্যাহত থাকলে ভবিষ্যতে আরও বড় পরিসরে কাজ করার সুযোগ সৃষ্টি হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।