
কবির হোসেন, টাঙ্গাইল: গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদ, আসামিদের দ্রুত গ্রেপ্তার এবং দোষীদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দাবিতে ভূঞাপুর প্রেসক্লাব মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে।
শনিবার সকালে ভূঞাপুর প্রেসক্লাবের উদ্যোগে ভূঞাপুর-টাঙ্গাইল মহাসড়কে ঘন্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন ভূঞাপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি শাহ আলম প্রামাণিক, সাবেক সভাপতি মোঃ আতোয়ার রহমান তালুকদার মিন্টু, সহ-সভাপতি সিরাজুল ইসলাম কিসলু, সাধারণ সম্পাদক কামাল হোসেন, সাবেক সাধারণ সম্পাদক আখতার হোসেন খান এবং ডিবিসি টেলিভিশনের স্টাফ রিপোর্টার সোহেল তালুকদার।
এ সময় বক্তারা বলেন, দেশের একজন সাংবাদিককে প্রকাশ্যে হত্যা করা গণতন্ত্র, সংবাদপত্রের স্বাধীনতা ও ন্যায়বিচারের জন্য এক গুরুতর হুমকি। তারা দ্রুততম সময়ে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সকল আসামিকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সহ-সভাপতি সৈয়দ সরোয়ার সাদী রাজু, অর্থ সম্পাদক মামুন সরকার, দপ্তর সম্পাদক মাহমুদুল হাসান এবং কার্যকরী সদস্য রফিকুল ইসলাম রবি।
সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের হত্যার বিচার চেয়ে এসময় আরও বক্তব্য রাখেন বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা।