সোমবার, ১২ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ,২৬শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

সাতক্ষীরায় জেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল

সাতক্ষীরা প্রতিনিধি: সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিসহ শিক্ষা প্রতিষ্ঠানে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির প্রতিবাদে এবং গোপন তথ্যের ভিত্তিতে ষড়যন্ত্রমূলক গুপ্ত সংগঠনের মব সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে সাতক্ষীরায় বিক্ষোভ মিছিল করেছে জেলা ছাত্রদল।

সোমবার বিকেল সাড়ে ৫টায় সাতক্ষীরা শহরের নিউমার্কেট চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে গিয়ে শেষ হয়। আষাঢ়ের শেষ দিনের টানা বৃষ্টির মধ্যেও বিপুল সংখ্যক নেতাকর্মীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিছিলটি প্রাণবন্ত হয়ে ওঠে।

বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এস.কে.এম আবু রায়হান, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আছিফ ইকবাল, সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মনজুরুল আলম বাপ্পি, সদস্য সচিব সোহেল রানা, পৌর ছাত্রদলের আহ্বায়ক হাজী আয়ুব আলী, সদস্য সচিব শাহীন ইসলাম, ছাত্রনেতা জেড.এম. মাসুদ খান অর্ঘ্য, আসিফ মাহমুদ রিপন, শেখ ফারহান মাসুক, হেলাল হোসেন, ইমদাদুল হক ছোট বাবু, সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি মাসুদ আলম ও সাধারণ সম্পাদক মোল্লা সাজউদ্দিন, সিটি কলেজ ছাত্রদলের সভাপতি হেদায়েত হোসেন হৃদয় এবং সাধারণ সম্পাদক নাঈমুর রহমান প্রমুখ।

মিছিলে অংশগ্রহণকারীরা “দিল্লি গেছে স্বৈরাচার, পিন্ডি যাবে রাজাকার”, “মুনাফিকের ঠিকানা—এই বাংলায় হবে না”, “স্বৈরাচার আর রাজাকার—মিলে মিশে একাকার” ইত্যাদি স্লোগানে রাজপথ মুখর করে তোলেন।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *