
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা-৪ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ড. মো. মনিরুজ্জামান বলেছেন, বিএনপি একটি উদার গণতান্ত্রিক রাজনৈতিক দল। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের লক্ষ্য—গণতান্ত্রিকভাবে নির্বাচিত হয়ে ৩১ দফা কর্মসূচির আলোকে রাষ্ট্র পরিচালনা করা। এ লক্ষ্যে সাতক্ষীরার চারটি সংসদীয় আসনে সাংগঠনিক শক্তি বৃদ্ধি ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিজয় নিশ্চিত করতে জেলা বিএনপিসহ সকল ইউনিটের নেতাকর্মীরা কাজ করে যাচ্ছে।
তিনি আরও বলেন, “২০০৯ সাল থেকে তারেক রহমানের নির্দেশে আমি সাতক্ষীরা-৪ আসনে জনগণের সুখে-দুঃখে পাশে আছি। ধানের শীষের প্রার্থী হতে পারলে আমি ইনশাআল্লাহ বিজয়ী হব।”
শুক্রবার বিকেলে সাতক্ষীরা ম্যানগ্রোভ সভাঘরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ড. মনিরুজ্জামান বলেন, নির্বাচিত হলে উপকূলীয় এলাকায় টেকসই বেড়িবাঁধ নির্মাণ, জলাবদ্ধতা ও লবণাক্ততা দূরীকরণসহ কর্মসংস্থানের ওপর জোর দেওয়া হবে। পাশ্চাত্যের অভিজ্ঞতা কাজে লাগিয়ে বেকার তরুণ-তরুণীদের ফ্রিল্যান্সিংসহ কর্মমুখী শিক্ষার ব্যবস্থা করে স্বাবলম্বী করা হবে।
মতবিনিময় সভায় সাতক্ষীরায় কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার বিপুল সংখ্যক সাংবাদিক উপস্থিত ছিলেন।