
খান মোঃ আঃ মজিদ, দিনাজপুর: দিনাজপুরের হিলিতে রাস্তার পাশে চাতালের বারান্দায় পড়ে থাকা অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির (৫০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার দুপুরে হাকিমপুর মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ সিরাজুল ইসলামের চাতালের বারান্দা থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল বলেন, স্থানীয়দের মাধ্যমে সংবাদ পাওয়া মাত্রই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পরে মরদেহ উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
স্থানীয়রা জানেন, মরদেহ উদ্ধার হওয়া ব্যক্তি দীর্ঘদিন হিলি রেলস্টেশন বাসস্ট্যান্ড সিপিমোড়সহ বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করতেন। তার বাড়ি সৈয়দপুর। তাকে বিহারী নামে অনেকে চিনতেন।