
রাজশাহী প্রতিনিধি: রাজশাহীতে সাইফুল ইসলাম নামে সাবেক এক সেনাসদস্যের ওপর হামলার বিচারের দাবি উঠেছে।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় নগরীর সিএন্ডবি মোড় এলাকায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) কমিশনারের কার্যালয়ের সামনে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচি থেকে এ দাবি জানানো হয়।
অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহীনী ঐক্য জোট বাংলাদেশ রাফা সোসাইটি রাজশাহী শাখার পক্ষ থেকে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। এতে সংগঠনটির সদস্য ও ভুক্তভোগী সাবেক সেনাসদস্যের পরিবারের সদস্যরা অংশ নেন।
মানববন্ধনে ভুক্তভোগী সাবেক সেনাসদস্য সাইফুল ইসলাম বলেন, গত ৮ জানুয়ারি রাজশাহী নগরীর দড়িখরবোনা এলাকায় অবস্থিত আমার পৈতৃক জমিতে ভাই ও ভাবিকে সাথে নিয়ে গেলে সেখানে দেখতে পান মামলা চলমান জমিতে প্রাচীর দেয়া হচ্ছে। এ সময় স্থানীয় প্রভাবশালী পিটার ও স্বপনসহ তাদের অনুসারীরা আমার ওপর অতর্কিত হামলা চালায়।
তিনি বলেন, এই ঘটনায় আমি শ্রবণশক্তি হারিয়ে ফেলেছি। পরবর্তিতে আমি আরএমপির বোয়ালিয়া থানায় মামলা করলেও এখন পর্যন্ত পুলিশ আসামিদের গ্রেফতার করছে না। আসামিরা প্রকাশ্যে ঘুরছে এবং আমাকে জবাই করে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়েছে। পরে জিডিও করেছি। কিন্ত পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না।
এ দিনের মানববন্ধন থেকে স্থানীয় ভূমিদস্যুদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান সাবেক সেনাসদস্যরা। মানববন্ধন শেষে আরএমপি পুলিশ কমিশনার বরাবর স্মারকলিপি প্রদান করেন সংগঠনটির নেতৃবৃন্দ।