বৃহস্পতিবার, ৭ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ,২৩শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

সিংড়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

মো. মনজুরুল ইসলাম, নাটোর : নাটোরের সিংড়ায় বাড়ির পাশে পুকুরের পানিতে পড়ে সুমাইয়া খাতুন নামে ৯ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার দুপুরে সিংড়া উপজেলার হাতিয়ানদহ ইউনিয়নের আচলকোট গ্রামে এই দুর্ঘটনাটি ঘটে। নিহত শিশু সুমাইয়া ওই এলাকার ইয়াকুব আলীর মেয়ে।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম ও স্থানীয়রা জানান, সুমাইয়া তাদের বাড়ির পাশে পুকুর পাড়ে বসে খেলা করছিল। খেলার কোনো এক সময় সকলের অগোচরে সে পুকুরের পানিতে পড়ে যায়। অনেক সময় সুমাইয়াকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা তাকে খোঁজাখুজি শুরু করে। এরই এক পর্যায়ে শিশু সুমাইয়াকে পুকুরের পানিতে ভাসতে দেখে এলাকাবাসী।

পরে তাকে পানি থেকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষনা করেন। বর্তমানে শিশুর মরদেহটি হাসপাতালে রয়েছে। এ বিষয়ে এখনো কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যাবস্থা গ্রহন করা হবে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ