
এস এম আক্কাস, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ জেলা জামায়াতের উদ্যোগে সিরাজগঞ্জে কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিকস্ মিডিয়ার সাংবাদিকদের সম্মানে এক ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
শনিবার বিকেল ৫ টায় শহরের ডাব্লিউ এফ রেষ্টুরেন্টে জেলা জামায়াতের আমীর ও কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য মাওলানা শাহিনুর আলমের সভাপতিত্বে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও মিডিয়া বিভাগের প্রচার সম্পাদক অধ্যাপক শহিদুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা জামায়াতের আমীর ও কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য মাওলানা শাহিনুর আলম, বিশেষ অতিথির বক্তব্য রাখন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য জেলা জামায়াতের নায়েবে আমীর ও বেলকুচি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ আলী আলম, জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক জাহিদুল ইসলাম, শহর জামায়াতের আমীর মাওলানা আব্দুল লতিফ, ইসলামী ছাত্রশিবির সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি আলহাজ আলী।
জামায়াতের পক্ষ থেকে বক্তাগণ বাংলাদেশকে একটি মানবিক রাষ্ট্র হিসেবে গড় তোলার লক্ষে সঠিক সংবাদ প্রকাশের জন্য অনুরোধ করেন্। জামায়াতের প্রতিটি প্রোগ্রামে উপস্থিত থেকে সঠিক সুন্দর সংবাদ প্রকাশের জন্য সিরাজগঞ্জের সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ইফতার মাহফিলে সাংবাদিকদের মধ্যে সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশিদ খান হাসান, প্রেসক্লাবের সাবেক সভাপতি জাকিরুল ইসলাম সান্টু, সাবেক সভাপতি হেলাল আহমেদ, প্রেসক্লাবের সাবেক আহবায়ক আব্দুল কুদ্দুস, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ফেরদৌস রবিন, সিনিয়র সাংবাদিক ইসমাইল হোসেন, শাহজাদপুর প্রেসক্লাবের সভাপতি এম এ জাফর লিটন প্রমুখ বক্তব্য রাখেন। ইফতার মাহফিলে সিরাজগঞ্জে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।