সোমবার, ১২ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ,২৬শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

সুনামগঞ্জে অপারেশন ডেভিল হান্ট অভিযানে গ্রেফতার ১১

এম ৱেজা টুনু (সুনামগঞ্জ): সুনামগঞ্জে ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানে ১১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে জেলার বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- শান্তিগঞ্জ উপজেলার তেহকিয়া গ্রামের বাসিন্দা ও পাথারিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: নুর আলম (৪২), সুনামগঞ্জ সদর থানাধীন ষোলঘর এলাকার বাসিন্দা ও সুনামগঞ্জ পৌরসভার সাবেক ওয়ার্ড কাউন্সিলর মো: কাওছার (৩৩), সুনামগঞ্জ সদর থানাধীন বনগাঁও গ্রামের বাসিন্দা ও রঙ্গারচর ইউনিয়ন যুবলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক তাজউদ্দিন (৪৫), সুনামগঞ্জ সদর থানাধীন বৃন্দাবন নগর গ্রামের বাসিন্দা ও রঙ্গারচর ইউনিয়নের ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি মনির হোসেন (৩৫), জগন্নাথপুর থানাধীন পাড়ারগাঁও গ্রামের বাসিন্দা ও কলকলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক হারুন মিয়া (৪২), দোয়ারাবাজার থানাধীন যোগীরগাঁও গ্রামের বাসিন্দা ও দোয়ারাবাজার উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য বাবুল মিয়া (৪০), দোয়ারাবাজার থানাধীন ভাঙ্গাপাড়া গ্রামের বাসিন্দা ও দোয়ারাবাজার উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক আব্দুল্লা আল মামুন (২৮), ছাতক থানাধীন মুক্তিরগাঁও গ্রামের বাসিন্দা ও সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক তাশরীফ হোসেন (২৪), ছাতক থানাধীন রংপুর গ্রামের বাসিন্দা ও নোয়ারাই ইউনিয়নের ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জামশেদ আলী (৫০), তাহিরপুর থানাধীন আনোয়ারপুর গ্রামের বাসিন্দা ও বালিজুরী ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ইসমাইল হোসেন (৬০), মধ্যনগর থানাধীন মধ্যনগর গ্রামের বাসিন্দা ও মধ্যনগর উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুর রহমান সোহাগ (৩৭)।

সুনামগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ জানিয়েছেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং বিজ্ঞ আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে। জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধীদের গ্রেফতারে বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *