
হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি : হাটহাজারী উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা ক্রীড়া সংস্থার সহযোগীতায় চট্টগ্রাম জেলা প্রশাসক গোল্ডকাপ হাটহাজারী উপজেলা পর্যায়ের খেলা হাটহাজারী পার্বতী মডেল সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে শুরু হয়েছে।
সোমবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসার এ.বি.এম মশিউজ্জামান এর সভাপতিত্বে ও ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ জাফরের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন হাটহাজারী উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান মো. ইউনুস গনি চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহেরাজ সাবরীন, উপজেলা ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার আশরাফ উদ্দীন জীবন, মহিলা ভাইস চেয়ারম্যান সাজেদা বেগম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এম নিয়াজ মোর্শেদ, হাটহাজারী প্রেস ক্লাবের সভাপতি কেশব কুমার বড়ুয়া, মাধ্যমিক শিক্ষা অফিসার মাইনুদ্দিন মজুমদার, নির্বাচন অফিসার পরান্টু চাকমা, শিক্ষক শিমুল কান্তি মহাজন, ফিরোজ চৌধুরী, মোঃ আতিকুর রহমান, মো. এমদাদুল হক, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ হাসান, উপজেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য মোঃ রাশেদ, সিরাজ মেহেদী।
উদ্বোধনী খেলায় কাটিরহাট উচ্চ বিদ্যালয় ২-১ গোলে মির্জাপুর উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে সেমি ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে। অপর খেলায় মাদার্শা বহুমূখী উচ্চ বিদ্যালয় পশ্চিম ধলই উচ্চ বিদ্যালয়কে ২-১ গোলে পরাজিত করে সেমিফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে।