বুধবার, ১৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ,২রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

হালদা ও ধুরুং খালে বেড়িবাঁধ নির্মাণ কাজ শুরু, স্বস্তিতে এলাকাবাসী

কামরুল হাসান, ফটিকছড়ি: চট্টগ্রামের ফটিকছড়িতে হালদা নদী ও ধুরুং খালের দু’টি পয়েন্টে বেড়িবাঁধ নির্মাণ কাজের শুরু হয়েছে।

মঙ্গলবার  দুপুরে উপজেলার পাইন্দং ইউনিয়নের বেড়াজালী ও ফকিরাচাঁন এলাকায় এ বেড়িবাঁধ নির্মাণ কাজের উদ্ভোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোজাম্মেল হক চৌধুরী।

চট্টগ্রাম পানি উন্নয়ন বোর্ডের উপ- বিভাগীয় প্রকৌশলী মো. সোহাগ তালুকদারের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন- পাইন্দং ইউপি চেয়ারম্যান একেএম সরওয়ার হোসেন স্বপন, মুক্তিযোদ্ধা মাহাবুবুল আলম, পাইন্দং ইউনিয়ন বিএনপির সভাপতি মঈন উদ্দিন চৌধুরী, সাবেক ইউপি সদস্য আনোয়ারুল আজিম, আলো আরো আলো ক্লাবের সেক্রেটারি তানজিন উদ্দিন, সাংবাদিক আবু এখলাস ঝিনুক, ইউসুফ আরফাত প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন- পানি উন্নয়ন বোর্ডের হাটহাজারী পওর শাখা-১ এর উপ-সহকারী প্রকৌশলী মো. আরিফ উদ্দিন, মুক্তিযোদ্ধা বজল আহমেদ, স্থানীয় ইউপি সদস্য এমদাদুল ইসলাম, মহিলা ইউপি সদস্য আলম নাহার, বিএনপি নেতা দৌলত মিয়া, নুরুল আলম ননা, পাইন্দং ইউনিয়ন ছাত্রদলের সভাপতি বাবর চৌধুরীসহ এলাকার গণমান্য ব্যক্তিবর্গ।

পানি উন্নয়ন বোর্ডের প্রায় কোটি টাকার বরাদ্দের মাধ্যমে উপজেলার পাইন্দং ইউনিয়নের বেড়াজালী ও ফকিরাচাঁন এ বেড়িবাঁধ নির্মাণ করা হচ্ছে। যার মধ্যে বেড়াজালী অংশে বেড়িবাঁধ নির্মাণে ব্যয় ধরা হয়েছে প্রায় ৪২ লাখ ৭ হাজার ৬শ’ টাকা। যা নির্মাণ কাজ করছে আনোয়ারার মেসার্স রাকিন ট্রেডার্স। অন্যদিকে ফকিরাচাঁন অংশে বেড়িবাঁধ নির্মাণ কাজে ব্যয় ধরা হয়েছে ৯১ লাখ ৮১ হাজার টাকা। যা নির্মাণ কাজ করছে ফটিকছড়ির মেসার্স জেএস ট্রেডার্স। এ দু’টি বেড়িবাঁধ নির্মাণ কাজ শেষ হলে পাইন্দং ইউনিয়নসহ উপজেলার বৃহৎ একটি এলাকা প্লাবিত হওয়া থেকে রক্ষা পাবে বলে জানিয়েছে স্থানীয়রা।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ