
কৌশিক চৌধুরী, হিলি: দিনাজপুরের হিলিতে শীতার্ত পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন বন্দরের আমদানিকারক শাহিনুর ইসলাম শাহিন। এসব শীতবস্ত্র পেয়ে খুশি সীমান্তের অসহায় মানুষেরা।
হিলি চারমাথা শফি উদ্দিন মন্ডল মার্কেটে নিজ অফিসে হাকিমপুর উপজেলার তিনটি ইউনিয়ন ও একটি পৌরসভায় দলীয় নেতাকর্মীদের হাতে বিতরণের জন্য তুলে দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন হাকিমপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি প্রভাষক এরফান আলী, উপজেলা যুবদলের সদস্য সচিব এনামুল হক তাজ, শ্রমিক দলের সাধারণন সম্পাদক মোফাজ্জল হোসেন মোফা, ছাত্রদলের আহবায়ক আনোয়ার হোসেন, আলিহাট ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম, যুবদলের যুগ্ম সম্পাদক সরোয়ার আলম, খট্রামাধবপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলামসহ আরও অনেকে।
শাহিনুর ইসলাম শাহিন বলেন, হিলিতে কয়েকদিন থেকে শীতের তীব্রতা বেড়েছে। তাই অসহায় মানুষ গুলোর শীত নিবারনে সামান্য চেষ্টা। প্রতি বছরের ন্যায় এবারো ব্যক্তিগত উদ্যােগে উপজেলার তিনটি ইউনিয়ন ও একটি পৌরসভায় প্রায় দেড় হাজার কম্বল বিতরণের জন্য দলীয় নেতাকর্মীদের তুলে দেওয়া হয়েছে। এর মধ্য দিয়ে এ বছরের কার্যক্রম শুরু করেছি। পুরো শীতকাল এই ধারা অব্যাহত থাকবে। পাশাপাশি সমাজের বিত্তবানদের শীতার্তদের পাশে এসে দাঁড়ানোর আহবান জানান তিনি।