শুক্রবার, ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ,১৪ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

হিলি দিয়ে ছোলাবুট আমদানি বেড়েছে

খাঁন মো. আ. মজিদ, দিনাজপুর: দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে বেড়েছে ছোলাবুট আমদানি। এতে করে খুচরা বাজারে কমতে শুরু করেছে দাম।

বন্দরের তথ্যানুযায়ী চলতি বছরের জানুয়ারি থেকে ফেব্রুয়ারি ২০ তারিখ পর্যন্ত ৩৬ ট্রাকে ১২৬৭ টন ছোলাবুট আমদানি হয়েছে। গত সপ্তাহের তুলনায় চলতি সপ্তাহে আমদানির পরিমাণ প্রায় তিনগুণ বেড়েছে।

শনিবার ২৫ ট্রাকে ৯১৪ টন, রোববার ১৯ ট্রাকে ৭৩৬ টন, সোমবার ২৩ ট্রাকে ৮৫৬ টন, মঙ্গলবার ২৪ ট্রাকে ৮২৪ টন ও বুধবার ১৮ টাকে ৬৫৯ টন ছোলাবুট আমদানি রয়েছে।

এদিকে বৃহস্পতিবার দুপুরে হিলি বন্দর ঘুরে জানা গেছে, রমজানকে সামনে রেখে বন্দর দিয়ে প্রয়োজনীয় পণ্যের আমদানি বাড়িয়েছেন ব্যবসায়ীরা।

বর্তমানে বন্দর বাজারে ছোলাবুট ৯০-১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। যা গত সপ্তাহের তুলনায় কেজিতে পাঁচ টাকা কম।

হিলি সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ফেরদৌস রহমান বলেন, রমজানে নিত্যপণ্য ছোলাবুটের দাম স্বাভাবিক থাকে সেজন্য আমদানি বাড়িয়েছেন ব্যবসায়ীরা। আশা করছি আমদানি অব্যাহত থাকলে দাম স্বাভাবিক থাকবে।

হিলি কাস্টমসের রাজস্ব কর্মকর্তা শফিউল ইসলাম বলেন, হিলি শুল্ক স্টেশন দিয়ে রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রী বিশেষ করে ছোলাবুটের আমদানি পূর্বের তুলনায় বেড়েছে। পণ্যগুলো ভারত থেকে বন্দরে আসার পর কাস্টমস কর্তৃপক্ষ দ্রুততার সঙ্গে শুল্কায়ন করে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *