বুধবার, ২২শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ,৫ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

১৫ জানুয়ারি পটিয়ায় আমির ভাণ্ডার দরবার শরিফের ওরশ

মো. সেলিম উদ্দীন, চট্টগ্রাম: চট্টগ্রামের পটিয়ার আমির ভাণ্ডার দরবারের ১৪৯তম ওরশ উপলক্ষে ভক্তদের মিলন মেলা ঘটবে আগামীকাল বুধবার (১৫ জানুয়ারি)।

ওরশের কর্মসূচির মধ্যে রয়েছে – মঙ্গলবার খতমে বুখারী শরীফ। বুধবার ভোর থেকে সম্মিলিত আওলাদগণের পক্ষে আমির ভাণ্ডার বড় রওজায় খতমে কোরআন ও মিলাদ মাহফিল। বুধবার ওরশের দিন এশার পর সাপ্তাহিক তাওয়াফ।

সুবেহ সাদেক থেকে সম্মিলিত আওলাদে পাকগণের পক্ষে আমির ভাণ্ডার বড় রওজা–এ পাকের জেয়ারত খানায় পবিত্র খতমে কোরআন, খতমে খাজেগান, খতমে গাউছিয়া ও মিলাদ মাহফিল।

দরবার শরিফ সূত্র জানায়, প্রতি বছর পয়লা মাঘ আমিরুজ্জামান শাহের (ক.) বার্ষিক ওরশ শরীফ অনুষ্ঠিত হয়। এতে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে ভক্ত-অনুরক্তদের সমাবেশ ঘটে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ