
খাইরুল হাসান, নবীনগর: শাহীওয়াল জাতের গরুটির শখ করে নাম রাখা হয়েছে ‘শান্ত’। নিজের শখে একটি গরু পালন করেছেন নবীনগর উপজেলা কৃষ্ণনগর ইউনিয়ন দৌলতপুরের রফিকুল ইসলাম।
আসন্ন পবিত্র কোরবানির ঈদকে সামনে রেখে গরুটি দেখতে দূর দূরান্ত থেকে প্রতিদিন উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে ক্রেতা ও বেপারিরা আসছেন। ৪শ কেজি ওজনের ‘শান্ত’ এর এবার বাজার দাম হাঁকা হয়েছে ৫ লক্ষ টাকা।
সম্পূর্ণ দেশীয় ও প্রাকৃতিক উপায়ে লালন পালন করা হয়েছে গরুটি। বিভিন্ন ধরণের কাঁচা ঘাস, শুকনো ঘাস, খৈল, ভুট্টা, ভুসি, ডাল, আলু ও চালের কুড়া খাইয়ে মোটাতাজা করেছেন। পরিচ্ছন্ন ও শুষ্ক জায়গায় প্রাকৃতিক আবহে বেড়ে উঠেছে। এবাবের আকর্ষণ ‘শান্ত’।
বুধবার সকালে সরেজমিন গিয়ে দেখা যায় গরুটিকে পরিচর্যা করছেন রফিকুল ইসলাম। তিনি জানান, ২০২৩ সালে শখের বসে একটি শাহীওয়াল জাতের গরুটি ক্রয় করি। সেটি লালন পালন করতে ভালো লাগে। গত বছর কোরবানির ঈদে বাজার দাম না পাওয়ায় বিক্রি করিনি।
আশা করছি এবার কোরবানির বাজারে গরুটি বিক্রি করতে পারবো। এতোমধ্যে বেশ কিছু ক্রেতা যোগাযোগ করেছেন।