রবিবার, ১০ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ,২৩শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

৮ বছরেও মেরামত হয়নি বন্যায় ভেঙে যাওয়া ব্রিজ

খাঁন মো. আ: মজিদ দিনাজপুর: দিনাজপুরের বোচাগঞ্জে ভেঙে যাওয়া ব্রিজ দীর্ঘ প্রায় আট বছরেও মেরামত হয়নি। এতে চরম দুর্ভোগে রয়েছেন উপজেলার পাঁচটি গ্রামের কয়েক হাজার মানুষ। বিভিন্ন দপ্তরে আবেদন করার পরেও পুনর্নির্মাণ হয়নি।
২০১৭ সালের বন্যার পর সবকিছু স্বাভাবিক হলেও ঐ এলাকার একমাত্র ক্ষতচিহ্ন হিসেবে এখনো রয়েছে ভাঙা ব্রিজটি। আর এতে সবচেয়ে বিপাকে পড়েছেন স্থানীয় কৃষকসহ জরুরি প্রয়োজনে চলাচল করা সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা। তাদের বিকল্প পথ ঘুরে শহরে যাতায়াত করতে হচ্ছে। তাই ব্রিজটি দ্রুত মেরামত করে এলাকাবাসীর চলাচল স্বাভাবিক করার জন্য জোর দাবি জানিয়েছেন ঐ পাঁচ গ্রামের বাসিন্দা।
দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার ৪ নম্বর আটগাঁও ইউনিয়নের বড়য়া গ্রামে তুলাই খালের উপর নির্মিত ব্রিজটি ২০১৭ সালের বন্যায় ভেঙে যাওয়ার পর এখনও নির্মাণ না হওয়ায় চরম দুর্ভোগ নিয়ে চলাচল করছেন পাঁচ গ্রামের কয়েক হাজার মানুষ। ব্রিজটি ভেঙে যাওয়ার পর থেকেই উপজেলার বড়য়া, মালগাঁও, নেহালগাঁও, বিষ্টপুর ও বড়গাঁও গ্রামের সঙ্গে শহর এবং উপজেলার প্রধান সড়কের সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
ঐ পাঁচ গ্রামের মানুষ বিকল্প রাস্তা দিয়ে বাধ্য হয়েই চলাচল করছে। যে কারণে বাড়তি প্রায় ৮ কিলোমিটার বেশি পথ অতিক্রম করার পাশাপাশি স্থানীয়দের ভোগান্তি বেড়েছে কয়েক গুন। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন কৃষিপণ্য পরিবহনকারী কৃষকরা ও স্কুলকলেজে যাওয়া শিক্ষার্থীরা। তাই ব্রিজটি দ্রুত মেরামত করে গ্রামবাসীর স্বাভাবিক চলাচলের পরিবেশ ফিরিয়ে আনবে সংশ্লিষ্টরা এমনটাই প্রত্যাশা তাদের।
বোচাগঞ্জ উপজেলা প্রকৌশলী হুমায়ুন কবীর জানান, বড়য়া গ্রামের ভেঙে যাওয়া ব্রিজটি নতুন করে নির্মাণ করার জন্য একটি প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। প্রকল্পের অনুমোদন পেলেই কাজ শুরু হবে বলে জানান তিনি।
Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *