মঙ্গলবার, ৩রা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ,১৬ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
Mujib

/

এর সর্বশেষ সংবাদ

বইমেলায় পাবলিক স্পিকার রিপন এর নতুন বই

বর্তমান সময়ের তরুণ প্রজন্মের দক্ষতা নিয়ে কাজ করে ব্যপক পরিচিতি মুখ কে. এম. হাসান রিপন। একজন ব্লগার, প্রশিক্ষক, পাবলিক স্পিকার, ক্রিয়েটিভ কন্টেন্ট ডেভেলপার এবং পরামর্শক হিসেবে যথেষ্ঠ সুনাম অর্জন করেছেন। “অনুশীলনে সবই সম্ভব” তার জনপ্রিয় স্লোগান।

এবারের বইমেলায় প্রকাশিত হচ্ছে রিপনের দ্বিতীয় বই- ইন্ট্রাপ্রেনিউর : দ্যা রাইজ অব দ্যা স্মার্ট এক্সিকিউটিভ। আত্ম-উন্নয়মূলক বইটি প্রকাশ করছে প্রকাশনা সংস্থা অদম্য প্রকাশ। ১৩৬ পৃষ্ঠার বইটির মলাট মূল্য ৩৮০ টাকা। মেলার পাশাপাশি অনলাইন বুক শপ রকমারি, বই ফেরী থেকেও বইটি সংগ্রহ করা যাবে।

বইটি প্রসঙ্গে রিপন জানান, অনেকেই উদ্যোক্তা উন্নয়নের সাথে মিলিয়ে ফেলেন ইন্ট্রাপ্রেনিউর কে। ইন্ট্রাপ্রেনিউর মানে হলো কর্মক্ষেত্রে আপনি যখন উদ্যোক্তাদের মত কাজ করেন নিজের প্রতিষ্ঠান/কাজ মনে করে। অধিকাংশ প্রতিষ্ঠান ইন্ট্রাপ্রেনিউরশীপ উন্নয়নে তেমনি সচেতন না। অথচ ইন্ট্রাপ্রেনিউর ছাড়া কোনো প্রতিষ্ঠান টিকে থাকতে পারবে না। 

তিনি আরও বলেন, আমার বিশ্বাস এই বইটিতে আমি যে ৫০টি টপিক নিয়ে বাস্তব প্রফেশনাল জীবনের অভিজ্ঞতার আলোকে আলোচনা করেছি যা যেকোনো প্রফেশনালকে স্মার্ট এক্সিকিউটিভ হতে সাহায্য করবে ইন শা আল্লাহ। 

আমি গত ২৪ বছরে প্রায় ২৩টি পজিশনে কাজ করেছি এবং আলহামদুলিল্লাহ এখনও করে যাচ্ছি। বর্তমানে একটি শীর্ষ গ্রুপ অব প্রতিষ্ঠানে কাজ করছি। সেই সাথে একাধিক আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সাথে কাজ করছি যেখানে আমাকে প্রতিদিন দলের সাথে সমস্যা মোকাবিলা এবং সমাধান বের করতে হয়। আমার এই বইটিতে আমি আমার অভিজ্ঞতাগুলো যথাযথভাবে উল্লেখ করার চেষ্টা করেছি।

কে. এম. হাসান রিপন বাংলাদেশ স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজের নির্বাহী পরিচালক এবং ড্যাফোডিল পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ হিসাবে দায়িত্ব পালন করছেন। তিনি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ে এমপ্লয়াবিলিটি মেন্টর হিসাবেও কাজ করছেন। তার প্রকাশিত প্রথম বই এমপ্লয়াবিলিটি।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on tumblr
Tumblr
Share on telegram
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ