বুধবার, ২২শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ,৫ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

বিএনপি স্বাধীনতাবিরোধীদের পৃষ্ঠপোষক : খাদ্যমন্ত্রী

আল ফাহাদ ইসলাম, নওগাঁ জেলা সংবাদদাতা: খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, বিএনপি স্বাধীনতাবিরোধীদের পৃষ্ঠপোষক দল। তারা এখনো স্বাধীনতাবিরোধী শক্তিকে সঙ্গে নিয়ে রাজনীতি করে। বাংলার মানুষ দেশবিরোধী শক্তিকে আর ক্ষমতায় দেখতে চায় না। আজ রোববার দুপুরে সাপাহার জেলা পরিষদ ডাক বাংলো মাঠে সাপাহার সদর ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সাধন চন্দ্র মজুমদার বলেন, ‘বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম এখনো বলেন, “পাকিস্তান আমলে ভালো ছিলাম।” তাঁর কথায় স্বাধীনতাবিরোধীরা স্বস্তি পায়। আওয়ামী লীগের নেতা-কর্মীদের সব ভেদাভেদ ভুলে এক হয়ে স্বাধীনতাবিরোধীদের প্রতিহত করতে হবে।’

নারীরাই শেখ হাসিনার হাতকে শক্তিশালী করবে বলে উল্লেখ করে খাদ্যমন্ত্রী বলেন, বর্তমান সরকার অনেক কর্মসূচি নিয়েছে, যার সরাসরি উপকারভোগী নারীরা। দরিদ্র সন্তানের লেখাপড়ার খরচ অভিভাবকের মুঠোফোনের মাধ্যমে পৌঁছে দিচ্ছে সরকার। উন্নয়নের সঙ্গে জনগণকে পরিচিত করেছে শেখ হাসিনার সরকার। তিনি আরও বলেন, একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলার আসামি তারেক জিয়া। তিনি এখন পলাতক জীবন যাপন করেন। শেখ হাসিনার সরকার এ দেশে যুদ্ধাপরাধীদের বিচারের আওতায় এনেছে। গ্রেনেড হামলার সঙ্গে যারা জড়িত, তাদেরও বিচারের ব্যবস্থা করবে।

সাপাহার ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি আঞ্জুয়ারা বেগমের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা পরিষদ সদস্য ফজলে রাব্বি, সাপাহার উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা নুরুল ইসলাম, সাপাহার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ভুট্টু পাহান।

সকাল ১০টায় সম্মেলন উদ্বোধন করেন সাপাহার উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ফাহিমা বেগম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইস্ফাত জেরিন।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ