মঙ্গলবার, ২৪শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ,৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

কুষ্টিয়া পদ্মার চরে মাসকলাই চাষে ধুম

জিয়াউল হক (খোকন), নিজেস্ব প্রতিবেদক: কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মার চরে মাসকলাই চাষে এ বছর বেশ সাফল্য পেয়েছেন চাষিরা। ফলন ভালো হওয়ায় কাটা মাড়াই শেষে ডাল জাতীয় এ ফসল ঘরেও তুলেছেন তারা। কম খরচ ও অল্প পরিশ্রমে অর্থকরী এ ফসল চাষ করে আর্থিক স্বচ্ছলতায় ফিরেছে দরিদ্র চরবাসী। দুঃখ কষ্টের পরিবর্তে এখন তাদের মুখে ফুটেছে হাসি।

জানা গেছে, দৌলতপুরে চলতি মৌসুমে ৩ হাজার ২২০ হেক্টর জমিতে মাসকলাই চাষ হয়েছে। এরমধ্যে পদ্মার চরাঞ্চলে চাষ হয়েছে ২ হাজার ৪ শত হেক্টর জমিতে। মাসকলাই চাষে চাষিদের বিঘা প্রতি খরচ হয়েছে গড়ে মাত্র ৪ হাজার টাকা। আর ফলন হয়েছে বিঘাপ্রতি ৩ মণ থেকে ৪ মণ পর্যন্ত। মাত্র দুই মাসের ব্যবধানে খরচ বাদ দিয়ে ৪ হাজার টাকা মণ দরে বিক্রি করে চাষিদের লাভ হচ্ছে ৮ থেকে ১২ হাজার টাকা পর্যন্ত।

উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের চল্লিশপাড়া গ্রামের চাষি সোহেল আহমেদ জানান, এ বছর ৩ বিঘা জমিতে মাস কলাই চাষ করেছেন তিনি। এতে খরচ হয়েছে ১০ থেকে ১২ হাজার টাকা। চার মণ হারে ফলন হয়েছে তার। খরচ বাদ দিয়ে বেশ ভালো লাভ হয়েছে। তবে তিনি বেশি দামের আশায় প্রায় অর্ধেক কলাই সংরক্ষণও করেছে বলে জানিয়েছেন।

দৌলতপুর কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. নুরুল ইসলাম জানান, আধুনিক ও উচ্চফলনশীল জাতের মাসকলাই বীজ সরবরাহ, আধুনিক প্রযুক্তির ব্যবহার ও প্রয়োজনীয় প্রণোদনা দেওয়ায় এ বছর মাসকলাইয়ের ভালো ফলন হয়েছে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ