নিরেন দাস,জয়পুুরহাট প্রতিনিধি: জয়পুরহাটে অস্ত্র-মাদকসহ ২০ মামলার আসামি শিপল মন্ডলকে গ্রেপ্তার করেছে র্যাব-৫। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) ভোরে পাঁচবিবি উপজেলার খাসবাট্টা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে ২টি ওয়ান শুটারগান, ৩ রাউন্ড গুলি, দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার(২৯ ডিসেম্বর) দুপুরে র্যাববের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গ্রেপ্তারকৃত শিপন মন্ডল পাঁচবিবি উপজেলার খাসবাট্টা গ্রামের মান্নান মন্ডলের ছেলে।
জয়পুরহাট র্যাব-৫ ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর মোস্তফা জামান জানান, জেলার পাঁচবিবি উপজেলার খাসবাট্টা এলাকায় অস্ত্র বেচা-কেনা হচ্ছে, এমন গোপন সংবাদ পেয়ে বৃহস্পতিবার ভোর রাতে অভিযান চালিয়ে ২টি ওয়ান শুটারগান, ৩ রাউন্ড গুলি, দেশীয় ২টি ধারালো হাঁসুয়া, ২টি চাপাতি, ৪টি চাকুসহ শিপন মন্ডলকে গ্রেপ্তার করা হয়।
শিপন মন্ডল ভারত থেকে অবৈধ পথে অস্ত্র এনে দেশের বিভিন্ন স্থানে সন্ত্রাসীদের কাছে বিক্রি করে আসছিলেন। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় অস্ত্র, মাদকসহ ২০টি মামলা রয়েছে।