
মেহেদী হাসান, নেত্রকোনা জেলা প্রতিনিধি: নেত্রকোনা জেলা কারাগার ও মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের উদ্যোগে বুধবার কারাবন্দীদের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা সুপার মো. আনোয়ারুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম খান, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. নুরুল আমিন, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সহকারী পরিচালক আলী হায়দার রাসেল প্রমুখ।