সোমবার, ১২ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ,২৬শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

যুব মৈত্রী ও ছাত্র মৈত্রীর এই উদ্যোগটি নিঃসন্দেহে প্রশংসনীয় ও অনুকরণীয় : আল মামুন সরকার

লিটন হোসাইন জিহাদ,স্টাফ রির্পোটার:

ডেঙ্গু,চিকনগুনিয়া প্রতিরোধে পাড়া মহল্লায় ছাত্র-যুব-জনতা এগিয়ে আসুন এই আহ্বানে জেলা যুব মৈত্রী ও ছাত্র মৈত্রীর উদ্যোগে মশক নিধন অভিযান ও সচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার বিকেলে তিতাস পাড়ায় সরকারী  শিশু পরিবার(বালিকা)মাঠে অত্যাধুনিক ফগার মেশিনের মাধ্যমে কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা জননেতা আল মামুন সরকার।

জেলা যুব মৈত্রীর সভাপতি কাজী তানভীর মাহমুদ শিপন এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাংবাদিক ফরহাদুল ইসলাম পারভেজ এর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড কাজী মাসুদ আহমেদ,সরকারী শিশু  পরিবার(বালিকা)উপ-তত্ত্বাবধায়ক রওশন আরা।জেলা ওয়ার্কার্স পার্টির সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড নজরুল ইসলাম,জেলা যুব মৈত্রীর সাবেক আহ্বায়ক অ্যাড:মোহাম্মদ নাসির।

পৌর ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড মো:নাসির,

এসময় উপস্থিত ছিলেন সাবেক যুব মৈত্রী নেতা শরীফ আহমেদ খান,জেলা যুব মৈত্রীর সাংগঠনিক সম্পাদক অ্যাড:মো:বাছির মিয়া, কোষাধ্যক্ষ রফিকুল ইসলাম নয়ন,সদর উপজেলা যুব মৈত্রীর আহ্বায়ক আরমান উদ্দিন, যুব মৈত্রীর সদস্য লিটন হোসাইন জিহাদ, জেলা ছাত্র মৈত্রীর সভাপতি ফাহিম মুনতাসির প্রমুখ।

উদ্বোধনকালে  জননেতা আল মামুন সরকার বলেন,যুব মৈত্রী ও ছাত্র মৈত্রীর এই উদ্যোগটি নিঃসন্দেহে প্রশংসনীয় ও অনুকরণীয়। তিনি সমাজের সকল শ্রেণী পেশার মানুষ, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনকে ডেঙ্গু প্রতিরোধে এগিয়ে আসার আহ্বান জানান।

তিনি আরো বলেন, ডেঙ্গু প্রতিরোধে কাজ করতে  প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাদেরকে নির্দেশনা দিয়েছেন।

এরকম মহতী উদ্যোগে সকলেই এগিয়ে আসা উচিত।

পরে ফগার মেশিন দিয়ে শিশু পরিবার, তিতাস পাড়া,মেড্ডা,পশ্চিম পাইকপাড়ায় মশক নিধনে স্প্রে করা হয়েছে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *