
খাঁন মো. আ. মজিদ, (দিনাজপুর) : দিনাজপুরের নবাবগঞ্জে বিদ্যালয়ে ফুটবল প্রতিযোগিতা চলাকালে আঘাতপ্রাপ্ত হয়ে সামিউল ইসলাম (১১) নামের পঞ্চম শ্রেণির এক ছাত্রের মৃত্যু হয়েছে।
গতকাল সোমবার দুপুর ১২ টার দিকে উপজেলার শালখুরিয়া ইউনিয়নের শালখুরিয়া দ্বীমুখী উচ্চ বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে।
সামিউল ওই এলাকার জয়নাল হোসেনের ছেলে। সে বেড়ামালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র।
বিষয়টি নিশ্চিত করেছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামিলা খাতুন।
বিদ্যালয় সূত্র জানা গেছে, উপজেলার শালখুরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট চলছে। এ প্রতিযোগিতার ইউনিয়ন পর্যায়ে চূড়ান্ত খেলা অনুষ্ঠিত হচ্ছিল বেড়ামালিয়া ও ছোট তেঁতুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে। খেলা চলাকালে হেড দেওয়ার সময় গুরুতর আঘাত পায় সামিউল। পরে দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
প্রাথমিক শিক্ষা অফিসার পরিমল চন্দ্র বর্মন বলেন, ‘ওই শিক্ষার্থী আঘাত পাওয়ার সঙ্গে সঙ্গে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তারপরও আমরা বিষয়টি খতিয়ে দেখছি।’
নবাবগঞ্জ থানার পরিদর্শক মনিরুজ্জামান বলেন, ফুটবল খেলার সময় সামিউল ইসলাম নামের এক কিশোর আহত হন। পরে হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।