বাসুদেব রায়, ডিমলা (নীলফামারী) : নীলফামারীর ডিমলায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর বাস্তবায়নে ২০২৩-২০২৪ অর্থবছরে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের (এসওডি) এর আলোকে দুর্যোগ ব্যবস্থাপনায় জরুরি শক্তিশালীকরণ বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষন অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা শাখার আয়োজনে ইউএনও উম্মে সালমা’র সভাপতিত্বে ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেজবাহুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) যুগ্মসচিব মো. আব্দুল্লাহ আল মামুন।
অন্যান্যদের মধ্যে ছিলেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ারুল হক সরকার মিন্টু, সহকারী কমিশনার (ভূমি) ফারজানা আখতার, কৃষি কর্মকর্তা কৃষিবিদ সেকেন্দার আলী, অতিরিক্ত কৃষি কর্মকর্তা শামীমা ইয়াছমিন, মৎস্য কর্মকর্তা শামীমা আক্তার, ইউপি চেয়ারম্যানসহ উপজেলার বিভিন্ন দপ্তর প্রধানগণ।