
নোমান বিন খুরশীদ, ফটিকছড়ি (চট্টগ্রাম) : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সমিতির সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে ফটিকছড়ি পৌরসদরস্থ একটি রেস্তোরাঁয় এ সভা সম্পন্ন হয়।
ফটিকছড়ি উপজেলা চেয়ারম্যান সমিতির সভাপতি ও লেলাং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সরোয়ার উদ্দীন চৌধুরী শাহিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দাঁতমারা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জানে আলমের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন বাগানবাজার ইউপি চেয়ারম্যান শাহদাত হোসেন সাজু, নারায়নহাট ইউপি চেয়ারম্যান আবু জাফর মাহমুদ, ভূজপুর ইউপি চেয়ারম্যান শাহজাহান চৌধুরী শিপন, হারুয়ালছড়ি ইউপি চেয়ারম্যান ইকবাল চৌধুরী, সুয়াবিল ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন, সুন্দরপুর ইউপি চেয়ারম্যান শাহ নেওয়াজ, ধর্মপুর ইউপি ইউপি চেয়ারম্যান কাজী মাহমুদুল হক, রোসাংগিরী ইউপি চেয়ারম্যান সোয়েব আল সালেহীন, বক্ততপুর ইউপি চেয়ারম্যান ফারুখ-উল-আজম, পাইন্দং ইউপি চেয়ারম্যান সরোয়ার হোসেন স্বপন, জাফতনগর ইউপি চেয়ারম্যান জিয়া উদ্দিন, নানুপুর ইউপি চেয়ারম্যান নুরুন নবী রৌশন, খিরাম ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন সৌরভ ও কাঞ্চনগর ইউপি চেয়ারম্যান দিদারুল আলম।
সাধারণ সভার শুরুতে নানুপুর ইউপির নব-নির্বাচিত চেয়ারম্যান নুরুন নবী রৌশন ও খিরাম ইউপির নব-নির্বাচিত চেয়ারম্যান সোহরাব হোসেন সৌরভকে ফুলেল শুভেচ্ছা জানান সমিতির নেতৃবৃন্দ।