দিপংকর রায়, দিনাজপুর : দিনাজপুরের বিরলে ৩ দিনব্যাপী কৃষি স্মার্ট ক্লাইমেট প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে।
বুধবার দুপুরে উপজেলা চত্বরে বেলুন উড়িয়ে ও ফিতা কেটে মেলার উদ্বোধন করা হয়। কৃষি স্মার্ট ক্লাইমেট প্রযুক্তি মেলায় গ্রীন গ্লোবাল এগ্রো, ইস্পাহানী এগ্রো, তামান্না নার্সারিসহ মোট ১০ প্রতিষ্ঠান অংশ নিয়েছে। উদ্বোধন শেষে মেলায় অংশ নেওয়া বিভিন্ন স্টল পরিদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিরল উপজেলা নির্বাহী অফিসার বিহ্নী শিখা আশার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম মোস্তাফিজুর রহমান বাবু, বিশেষ অতিথি বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম অরু, উপজেলা কৃষি অফিসার মোস্তফা হাসান ইমাম, মৎস অফিসার আক্তারুজ্জামান প্রমুখসহ অনেকে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আলোচনা শেষে কৃষকদের মাঝে বিষাক্ত সাপের কামড় থেকে রক্ষা পেতে গাম বুট ও ইন্তেফা বালাই নাশক কোম্পানির সৌজন্যে মোট ৪০০ জন কৃষককে বিভিন্ন ফলজ ও বনজ গাছের চারা বিতরন করা হয়।