আল আমিন, ভালুকা (ময়মনসিংহ): ময়মনসিংহের ভালুকায় বিদেশে পাঠানোর নামে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ এর অভিযোগ উঠেছে মো. ছাত্তার (৫০) ও মো. টুটুল (৩০) নামে দুজনের বিরুদ্ধে।
অভিযুক্ত টুটুল উপজেলার বিরুনীয়া ইউনিয়নের চান্দরাটী গ্রামের আব্দুল বারেক মেম্বারের ছেলে এবং ছাত্তার পৌরসভার ৬ নং ওয়ার্ড মেজরভিটা এলাকার মৃত তুতা শেখের ছেলে।
অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্তরা বিদেশে পাঠানোর নাম করে ভুক্তভোগী কামরুল ইসলামের কাছ থেকে পর্যায়ক্রমে ১৬ লাখ ৬০ হাজার টাকা নেয়। পরে ভুয়া ভিসা ও টিকিটের মাধ্যমে তারা ভুক্তভোগী কামরুল ইসলামকে হয়রানি করেন।
এ ব্যাপারে যায়যায়কালকে কামরুল ইসলাম বলেন, ‘ছাত্তার ও টুটুল আমার কাছ থেকে বিদেশে পাঠানোর নামে ১৬ লাখ ৬০ হাজার টাকা নেয়। একই সাথে তারা আমাকে ভুয়া ভিসা ও টিকিট দেয়। এতে আমি বিব্রত হয়ে আমার প্রদেয় টাকা ফেরত চাইলে অভিযুক্তরা আমাকে অপ্রীতিজনক গালিগালাজসহ হুমকি দেয়। এছাড়াও তারা আমাকে আওয়ামী নেতাকর্মী দিয়ে ভয়ভীতি দেখান। পরে আমি অভিযুক্তদের বিরুদ্ধে ভালুকা মডেল থানায় একটি লিখিত অভিযোগ ও সাধারণ ডায়েরি করি।’
এ বিষয়ে ভালুকা মডেল থানার পুলিশ উপ-পরিদর্শক(এসআই) মোশারফ হোসেন বলেন, ‘থানায় লিখিত অভিযোগ ও সাধারণ ডায়েরি পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’